www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডাকনাম

ডাকতেই পারতে আমায় সেই পরিচিত ডাকনামে
আমি শেষবারের জন্যেও চমকে উঠতাম
তখন সবাই সমুদ্র সৈকতে ভীষন রকম ব্যস্ত
কেউ ঝিনুক কুড়োতে, কেউ বালির বাড়ি বানাতে,
কেউ ঢেউ এর সাথে লুকোচুরি খেলাতে,
আবার কেউ রক্ত বর্ণ আকাশের খেলা দেখতে
মুঠো ফোনে সূর্য ওঠার ছবি তোলার অপেক্ষাতে
আমি ও দেখছিলাম অধীর অপলক নয়নে
একটা ছোট্ট ঢেউ পায়ের পাতা ভিজিয়ে দিল
মনের ভিতর জলছবি হয়ে আঁকা রয়ে গেল
হটাত সব স্তব্ধ কেন জানি মনে হল
ক্রমশ কোলাহল কুজন হারিয়ে গেল
এক আলোক বৃত্তের গন্ডিতে বাঁধা পড়েছি
সেখানে কেও নেই একা খন্ডিত আমি
এক পা বাড়ালে বরফ আঁধারে
থাকব হিমায়িত অনন্ত কাল ধরে
কারোর ডাকে এখন সাড়া দিতে চাই
কারোর উষ্ণতায় এখন ধরা পড়তে চাই
কারোর রক্তিম কপোলে ওষ্ঠ দাগ দিতে চাই
পরিচিত ডাকনামে ডাকলে এ জীবন ফিরে পেতাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কুয়াশা রায় ১৭/০৩/২০১৫
    ভাল লাগল।
  • মল্লিকা রায় ১৭/০৩/২০১৫
    ভালো লাগলো আপনার কবিতা। শুভেচ্ছা জানিয়ে গেলাম।
    • রক্তিম ১৭/০৩/২০১৫
      ভালো লাগলো এই মন্তব্যে । শুভেচ্ছা রইলো। তবে ডাকতেই পারতেন আমার সেই পরিচিত নাম ধরে ।
  • পিয়ালী দত্ত ১৬/০৩/২০১৫
    খুব সুন্দর
  • ভাল লাগল, কবি রক্তিম।
  • মল্লিকা রায় ১৬/০৩/২০১৫
    পরিচিত নামটি জানিনা-----তবে ভালো লাগলো।
    • রক্তিম ১৭/০৩/২০১৫
      ভালো লাগলো এই মন্তব্যে । শুভেচ্ছা রইলো। আপনার না বলা বাণীতে রয়ে গেছে আমার নামটি।
  • সবুজ আহমেদ কক্স ১৬/০৩/২০১৫
    নাইস
    • রক্তিম ১৭/০৩/২০১৫
      আপনি বরাবর আমার কবিতা লাইক করেন ।ভালো লাগলো এই মন্তব্যে । শুভেচ্ছা রইলো।
  • ইকবাল হাসান ১৬/০৩/২০১৫
    বেশ চালিয়ে যান। সু্ভ কামনা রইল...।
  • সুন্দর লেখা
 
Quantcast