www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরিযায়ী

তুরা সব তাড়াতাড়ি আয়না কেনে ?
কুন সোকালে আমার ভোর হইছে ।
রাতে যে আকাশটা মেঘলা হয়ছিল
কেমন যেন গুমোট পারা লাইগতে ছিল ।
এক্ষণ কত্ত ফর্সা, কেমন ঝক ঝকায়ছেরে !
আজ আমার সোকালটাতে বড় খুশি লাইগচ্ছেরে ।
মোর পাও দুটাই টুকুন ব্যথাও এক্কেবারে নাই
হাতের লাঠিটো বাড়তি লাইগছে, কেনো জানিস ?
মুর নাতি, ছিলা আর বৌটা তুদের দিখাইবো
এত্তগুলান খুশি আমরা সোব্বাই মিলে বেটে লিব ।
বুকের ভিতর পরান পাখিটো কেমন ছট ফটাইনছে
দুচোক্ষে যেন উথাল পাথাল যমুনা ছল ছলাইনছে ।
আসলে কি জানিস, উরাতো থাকে বিদেশে
খুব কম দিনের লেইগে জনমভূমিতে আইসে ।
আমরা একলা বুড়া বুড়ি এইদেশে থাকি সুখে দুঃখে
তুরা বলনা কেনে,
উরা যেন বিদেশে খুব খুব খুব ভালো থাকে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এম এস সজীব ১৭/০১/২০১৫
    খাৱাপ না
  • আঞ্চলিক ভাষায় ভালো লাগলো................
  • পিয়ালী দত্ত ১৬/০১/২০১৫
    ভাল লাগল
  • ১৬/০১/২০১৫
    খুব সুন্দর ।
    আপনজনদের পাশে পাওয়ার আকাংখা হৃদয় ছুঁয়ে গেল ।
  • অগ্নিপক্ষ ১৬/০১/২০১৫
    নাইস ট্রাই।
  • ভাল হয়েছে।
  • অনিরুদ্ধ বুলবুল ১৬/০১/২০১৫
    আঞ্চলিক ভাষায় হৃদয়গ্রাহী কবিতা হয়েছে।
    ছেলে নাতি আর বৌমা বিদেশে থাকে তারা এসেছে বলে পঙ্গু বুড়োর কী আনন্দ - সবাইকে ডেকে দেখিয়ে তৃপ্তি পেতে চায়। নিজে অনাদরে অবহেলায় ভিটে আঁকড়ে পড়ে থাকলেও তার গর্ব - ওরা বিদেশে থাকে।
    ভাল লাগল বেশ। শুভেচ্ছা নিন কবি।
 
Quantcast