www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কেমন হতো

যদি কখনো এমন হ্য় তুমি আমি কেউ নাই
স্বরলিপি পড়ে আছে এখানে
সেই স্বরলিপি ধরে যদি কেও গান গায়
তবে কেমন হতো তুমি বলতো ?

যদি রোদ্দুর এসে খুঁজে ফিরে যায়
ডেকে ডেকে ক্লান্ত অবশেষে শ্রান্ত
সাঁঝে ফিরে যায়
তুমি বলে দিও সে আছে তারার ভিড়ে
আলো আঁধারের জোছনায়
তবে কেমন হতো ?

যদি এই শ্রাবনে মেঘ আকাশে ঘনায়
তুমি আমি ভিজে যাই বৃষ্টি ধারায়
সেই বৃষ্টি ধারায় যদি সুর মিশে যায়
তবে কেমন হতো তুমি বলতো ?

যদি প্রশ্ন করো কবে ফিরবো আবার
নীল নীলিমায় লাল কৃষ্ণচূড়া
যখন আগুন ছড়ায়
তুমি খুঁজে নিও পাখিদের কুহু কলতানে
বাউল বাতাস দোলে মহুয়া নেশায়
তবে কেমন হতো ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫
    ভালো
    আমার পাতায় আমন্ত্রণ রইল ।
  • এফ সাকি ১১/০১/২০১৫
    খুব ভালো হতো
    মজাও লাগতো,
    কিন্তু এখনো তো
    তুমি আছো,
    তাই আরো বেশি
    ভালো লাগছে।..........
  • এস,বি, (পিটুল) ১০/০১/২০১৫
    শুর টা কেমন যেনো পরিচিত লাগছে ?
    তবে অনেক ভালো লাগলো।।।
    • রক্তিম ১২/০১/২০১৫
      বেশ বেশ তাই না হ্য় হলো । আপনার একটু ভালো লাগা রেশ বেশ কিছুক্ষন রায় গেল । ভালো থাকবেন ।
  • পিয়ালী দত্ত ০৮/০১/২০১৫
    ভাল
  • অগ্নিপক্ষ ০৮/০১/২০১৫
    good evening!
 
Quantcast