www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন মানসী

ও সুন্দরী আমার সুন্দরী
এ গান শোন নাকি
আমার আশার ফুল ঝরে যাবে নাকি ?

ও দূর থেকে ভবঘুরে কতো পথ ছুটে আমি এসেছি,
ও ঝরনার বুক থেকে কতো না সুর ধরে এনেছি ।


ও সুন্দরী আমার সুন্দরী
এ গান শোন নাকি
আমার আশার ফুল ঝরে যাবে নাকি ?

ও কবে থেকে এই মনে নানা রঙে স্বপ্ন এঁকেছি,
ও নীল চোখে সাগরের কতো শত ঢেউ আমি দেখেছি ।

ও সুন্দরী আমার সুন্দরী
এ গান শোন নাকি
আমার আশার ফুল ঝরে যাবে নাকি ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩১/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ০২/০১/২০১৫
    আশার ফুল আশা করি ঝরবে না । প্রস্ফুটিত হবে ভালোবাসার আবেশে ।
    ভালো হয়েছে ।
    ভালোলাগা রইল ।
    • রক্তিম ০২/০১/২০১৫
      স্বরবর্ণ বন্ধু আশা আর স্বপ্ন নিয়ে বেঁচে থাকায় আমি বিশ্বাস করি ।
  • কুয়াশা রায় ০১/০১/২০১৫
    বেশ অন্যরকম ছন্দ... ভাল লাগল ।
  • তুহিনা সীমা ০১/০১/২০১৫
    বাহ আপনার সুন্দরী কে নিয়ে দারুন লিখেছেন।
    • রক্তিম ০১/০১/২০১৫
      আচ্ছা ! তাই ? বেশ বেশ । তাকে তো চোখে দেখিনি কল্পনাতে ছবি এঁকেছি । হয়তো স্বপ্নে দেখেছি । আপনার সাথে দেখা হলে আপনি দয়া করে বলে দেবেন , আমি ওকে খুঁজে বেড়াচ্ছি এখানে ওখানে সবখানে.................................।
  • সুন্দরী নিশ্চই শুনবে..............
  • সাইদুর রহমান ৩১/১২/২০১৪
    খু-ব সুন্দর কবিতা।
    নূতন বছরের শুভেচ্ছা।
    • রক্তিম ০১/০১/২০১৫
      নতুন বছর নতুন ভোর । পুবের আকাশ ফর্সা হল ভরসা লাগে অঙ্গে মোর ।
  • ভালো হয়েছে।
  • এতো সুন্দর যার লেখার হাত তার আশার ফুল ঝরবে না কবি। অশেষ ভালোলাগা রইলো।
 
Quantcast