www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাচিক শিল্পী

শুনতে পাচ্ছেন ? আপনি কি শুনতে পাচ্ছেন ?
আজ আমরা আপনার জন্যই এক হয়েছি
চন্দনের ফোটা দিয়ে একেছি
ধুপ জ্বালিয়ে তার সুবাস ছড়িয়েছি
রজনীর সাদা মালাতে সাজিয়েছি
একটা আসন ও ফাঁকা রেখেছি
যে কোন মুহুর্তে আপনি এসে পড়তে পারেন
সময় ধরে আপনার চলাফেরা... আপনি দেরী করছেন
সবার আগে আপনি আবৃত্তি করবেন
বিদ্রোহী কবি কাজী নজরুলের ‘বিদ্রোহী ‘
আমি করবো গান ‘কারার ঐ লৌহকপাট’ আপনার-ই নির্দেশে
এখনও কি আপনার আসার সময় হয়নি ?
লাঠিধারী দীর্ঘদেহী আপনভোলা সবাকার প্রিয় মানুষটা ।
আপনার জন্য, আর একটু অপেক্ষা করি
হটাত আপনি যেন ‘লে হালুয়া’র একটা চরিত্র
জামার কলারটা উঠিয়ে কাঁধটা ঈসত ঝাঁকিয়ে
পরিস্কার চ্যালেন্জ ছুঁড়ে দিলেন আমাদের
‘আমাকে ছাড়া কেমন করে অনুষ্ঠান করবে ?
শুরুই করতে পারবেনা, শুরুতেই তো আমার.’
সময়টাকে ধরতে হ্য় আপনার থেকে শেখা
আগুনের ফুলকির মত জেদ একটু একটু করে দাবানল  
ঘাড়টা শক্ত হলো, আমি সঞ্চিতা তুলে নিলাম
বলেছিলেন ‘যা করবে ভালোবেসে করবে ফল পাবে‘
কোথায় যেন কি একটা ঘটে চলেছে,
বুকের ভিতর ক্রমাগত কি একটা যন্ত্রনা
ঠেলে বেড়োতে চাইছে...টের পেলাম পিঠে কার হাত
‘এইতো তোমার পাশে আছি, শুরু করো’
অন্তরে গুমড়ে থাকা তপ্ত লাভা স্রোত
উত্স মুখের বাধা ঠেলে সরিয়ে দিচ্ছে
আর ঝলকে ঝলকে আগুন ছড়িয়ে পড়ছে
আপনি যেন ফাঁকা আসন জুড়ে ধ্যানে বসেছেন
আমরা নিঃশব্দে গম্ভীর ধ্বনি শুনছি নিবিষ্ট চিত্তে ।
‘বল বীর – বল উন্নত মম শির  ।
শির নেহারি আমারি, নত–শির ওই শিখর হিমাদ্রীর । বল বীর ...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মুহাম্মদ মাসউদ ১২/১২/২০১৪
    nice
  • খুব ভালো লিখেছেন!
    • রক্তিম ১৫/১২/২০১৪
      আপনার ভালো লাগা সূর্যের কিরণ হয়ে ঝরে পড়ুক এই সমাজের স্তরে স্তরে ।
  • বেশ ভাল লাগল।
  • ০২/১২/২০১৪
    ভালো হয়েছে ।
  • বাহ চমৎকার। এত প্রেম যার প্রতি সে নিশ্চয়ই অনেক মহান। তার প্রতি আপনার ভক্তি এবং শ্রদ্ধা একদিন আপনাকে নিয়ে যাবে আরো অনেক অনেক উপরে................
    • রক্তিম ০২/১২/২০১৪
      একদম সত্যি কথাটা সত্যি করে বলেছেন । আমার খুব ভালো লাগছে । ওনার বয়স হয়েছিল ৯৩ । উনি সৃতিধর ছিলেন৷ । দেবতার গ্রাস কর্ণ কুন্তি সংবাদ উনি অনর্গল বলে যেতেন ।আমি আমরা মুগ্ধ হয়ে যেতাম । আমাকে খুব ভালবাসতেন । এখন উনি আর নেই । ওনার স্মরণ দিবসে এই কবিতা আমি পাঠ করেছিলাম ।
      • আমরা তার রুহের মাগফেরাত কামনা করি.............
        • রক্তিম ০২/১২/২০১৪
          রুহের মাগফেরাত মানে কি তাঁর আত্বার শান্তি কামনা ? বেশ তাই হোক ।
 
Quantcast