www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলা আমার

বাংলা আমার পথের পাঁচালি বাংলায় কথা বলি
বাংলা আমার পাল তোলা নাও বাংলায় পথ চলি/
বাংলা আমার ফুল কুড়ানো ভোরের শেফালিকা
বাংলা আমার হিমের রাতে জ্বালায় দীপালিকা/
বাংলা আমার চোখ জুড়ানো নকশীকাঁথার মাঠ
বাংলা আমার শালুক ফোটা পদ্ম দিঘীর ঘাট/
বাংলা আমার ঘুম পাড়ানি মাসি পিসীর গান
বাংলা আমার কান্না হাসির দোলায় দোলে প্রাণ/
বাংলা আমার গঙ্গা পদ্মা মিলে মিশে একাকার
বাংলা আমার পথ দেখায় আলো হাতে বারবার/
বাংলা আমার শঙ্খচিল উড়ুক আকাশ নীল জুড়ে
বাংলা আমার স্বপ্নের দিন বারে বারে আসুক ফিরে/
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪
    বাংলাকে নিয়ে লেখা সত্যি ভালো হয়েছে ।
  • একনিষ্ঠ অনুগত ১৫/১১/২০১৪
    অনেক সুন্দর লেখা বাংলা কে নিয়ে... মনোমুগ্ধকর...
  • অল্প কয়েকটা জায়গায় একটু অমিল লাগলো যেমন শালুক ফোটা, বাট এমনিতে অনেক সুন্দর। ভালো হয়েছে।
  • সাইদুর রহমান ১৪/১১/২০১৪
    বাহ দারুণ লিখেছেন।
    অল্প কথায় অনেক কিছু।
    শুভেচ্ছা রইলো।
  • পরিতোষ ভৌমিক ১৪/১১/২০১৪
    অন্তমিলে লেখা বাংলা মায়ের প্রতি টানের কথা অসাধারন লেগেছে । অনেক শুভেচ্ছা রইল কবি ।
    • রক্তিম ১৭/১১/২০১৪
      মা সাথে আছে তার জল আলো বাতাসে পুষ্ট। তাইতো ভাবনায় বাংলা মায়ের বন্দনা । শুভ সকাল ।
  • শিমুল শুভ্র ১৪/১১/২০১৪
    অপরূপ রূপ একি স্বরুপ সে যে আমার দেশে'র খাঁটিমাটি,
    একত্রিশ বছরে ও পাইনি খোঁজে তার ঐ এমন পরিপাটি ।
    মাটিতে স্পর্শ করি দেহের গন্ধ ভাসে, উর্বর দেশের ধূলি,
    কত গায়ে মাখি, স্বপ্নের সবুজ ছোঁয়া কি করে তাকে ভুলি।

    খুবই সুন্দর কবিতা
    • রক্তিম ১৭/১১/২০১৪
      আপনার অসাধারন মন্তব্য আমার কাছে অমূল্য সম্পদ । আজ এই সুন্দর সকালে আপনিও ভালো থাকুন ।
  • অনিরুদ্ধ বুলবুল ১৪/১১/২০১৪
    "বাংলা আমার জীবনানন্দ বাংলা আমার সুখ
    একার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ!"

    অনেক সুন্দর হয়েছে কবি।
    প্রতি লাইনেই শ্লেশ (/) গুলো যে কারণেই দেন না কেন মনে হয় যেন কবিতার উপর অত্যাচারের খড়গ কৃপাণ...

    সান্ধ্য শুভেচ্ছা -
    • রক্তিম ১৪/১১/২০১৪
      আমায় বড় পীড়া দেয় (/) আমার দ্বারা হচ্ছে না। যাক ওটা ছাড়া আপনার ভালো লেগেছে তাতে আমার হবে । শুভেচ্ছা রইল ।
 
Quantcast