www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বন্ধু যখন সাথে

গোধুলিতে আনবে যখন উষার স্নিগ্ধতা,
যেদিন বিকেলে ফোটাবে ভোরের ফুল,
আসর শুধু তোমারই জন্য সেই খানেতেই I
পরশুদিন শুক্রবারে আসর বসবে রাজার ঘরে
সঙ্গে এনো কবিতাকে মনের ভাষা প্রানের সুরে I
কবিতা আসবে কবিতা বসবে কবিতা থাকবে সাথে
সামনের দিন ফাগুন দিন জলসা চলবে অধিক রাতে I
বসলে আসর ফাগুন রাতে মোহিনী মন চক্ষু রঙিন
ফিরতে পথ আর পাবে না খুঁজে,জীবন তখন নতুন I
ভয় করিনা হবে জয় হবে জয় বন্ধু যখন সাথে
উথলে উঠবে ফেনা, চলকে পরবে সুধাবারি
টালমাটাল পায়ের তলায় নাইবা থাকুক মাটি
বন্ধু যখন সাথে I
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪
    খুবই ভালো লাগলো
    • রক্তিম ১৯/১১/২০১৪
      আমি হাপিয়ে গেলাম । তবু আপনি অধরা । কি করে পারেন এমন তরতরিয়ে সোপান বেয়ে যাওয়া ।
  • রক্তিম ১৩/১১/২০১৪
    ভালো লাগলো আপনার এই ছোট্ট উক্তি । ভালো প্রেমিক। হা হা হা একটু হেসে হালকা হলাম । ভালো থাকুন ।
  • VALO PREMIK
  • শেষের এগুলো কি আই না কি দাড়ি?
    • রক্তিম ১১/১১/২০১৪
      এগুলো দাড়ি বলে জানবেন । প্রযুক্তির অনেকটাই বুঝি না । অন্তরের আবেগের সুর টাকে ধরবার চেষ্টা করি । ভালো থাকুন ভালো রাখুন।
  • অনিরুদ্ধ বুলবুল ১০/১১/২০১৪
    বন্ধু সাথে থাকলে পৃথিবীটাই অন্য রকম লাগে!
    চলুক কবিতার ঘোড়া পঙ্খীরাজ হয়েই
    শক্ত লাগাম থাকুক আমার আপন হাতেই।
    • রক্তিম ১১/১১/২০১৪
      সকল সৃষ্টি স্রষ্টার কাছে বড় আদরের । তবু কিছু কিছু সৃষ্টিতে প্রাণ আসে আবেগ আসে । তা যদি অপর প্রান্তে পৌছে দেওয়া যায়, স্রষ্টার বুকে তখন ফল্গু ধারা বয় । ভালো থাকুন ।
  • মোহাম্মদ তারেক ১০/১১/২০১৪
    বন্ধু যখন সাথে, হোক না যাই কিছু। অনেক ভাল লাগল।
 
Quantcast