www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাল্টা পরিবর্তন

আসে পাশে ধিরে ধিরে সব কিছু পাল্টাছে (নাকি পিছোচ্ছে)
কি হয় কি হয় করে মানুষের দিন (আজ) কাটছে ।
চেনা পথ অচেনার আঁধারেতে মুখ ঢাকছে
গিরগিটি বহুরুপী বার বার রঙ বদলাচ্ছে ।
চেনো কি ওদের, জানো কি ওদের
নিজেদের ঢাক ওরা নিজেরা পেটাচ্ছে ।

ক্ষমতার লালসায় চোখগুলো ঝলসায়
প্রতিবাদ প্রতিরোধে তর্জনী তুলে ওরা চমকায় ।
মায়েদের মর্যাদা মানুষের সম্মান
অঙ্গুলি হেলনে মাটিতে লুটাচ্ছে ।
বলে - ক্রীতদাস হয়ে যাও গুণ গান গেয়ে যাও
হার মেনে শরীরের রক্ত সবুজ করে নাও ।
না না না .... না না ..... না
(তাই) আগুনে রেখেছি হাত, জেগেছি অনেক রাত
ভুলে গেছি জাত পাত, আকাশ করেছি ছাদ
জীবনে কি মরনে সেই কথা রাখি স্মরনে
বলি মুঠি তুলে শূন্যে- “বিপ্লব বেঁচে থাক”….
তারপর মেঘ নেব লাল রঙে রাঙিয়ে
গুরু গুরু (২) গম্ভীর ঝড় আর গর্জনে ।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৬৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চন্দ্রশেখর ২২/১১/২০১৪
    আমিও ঠিক বুঝলাম না, কি পড়ছি, কি জানছি... কি... কি...
  • সুজন ২১/১১/২০১৪
    কি কথার কথা কি ভাবছি?কি দেখার কথা কি দেখছি?
  • রক্তিম ১৯/১১/২০১৪
    না আপনার সাথে আর পারা গেল না । থাকুক অভিনন্দন ।
  • মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪
    এতোটা ভালো লাগলো যে কি বলবো অসাধারন
  • অনেক বড় মাপের একটি কবিতা। বেশ চমৎকার এবং গোছালো মনে হল। শুভেচ্ছা রইলো।
  • অনিরুদ্ধ বুলবুল ০৮/১১/২০১৪
    বেশ ছন্দময় পরিবর্তন
    ভাল লেগেছে কবি।
    আরো শুনতে চাই

    শুভেচ্ছা -
    • রক্তিম ১৭/১১/২০১৪
      সাথে আছি সময় এলে হবে আদান প্রদান । সুন্দর মন্তব্যের জন্যে শুভেচ্ছা থাকলো ।
  • পরিতোষ ভৌমিক ০৮/১১/২০১৪
    বলিষ্ঠ শব্দের সমাহারে লেখা বেশ মন কেড়েছে ।
 
Quantcast