www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনামিকা

কিছু রেখে যাও, কিছু দিয়ে যাও,
 অচেনা পাখীর পালকে কিছু লিখে দাও ।
   ও বন্ধু ও চির পরিচিত বন্ধু আমার,
       শীতে ও যেন উষ্ণতা আনে আগুন ফাগুন হাওযার ।
দেবো তারে নেবো তারে মনের মাধুরী মাখা
 এ হৃদয়ে যতন করে যতটুকু আছে রাখা ।
   যেতে চাই কাছে দূরে যেখানে পথ গিয়েছে বেঁকে ,
     ফুল রেনু দিয়ে আলপনা এঁকে যেখানে দিয়েছ রেখে ।
ভোরের সূর্য দেবে আরো কিছু রোদ্দুর,
 দিগান্তিকা আজ অপরুপা চোখ যায় যদ্দুর ।
   ইছামতি নদী শোনাবে জানি বোধনের গান,
     পাছে পথে একা যেতে ভুলি যেন সব অভিমান ।


***********
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • রক্তিম ১৯/১১/২০১৪
    না আপনাকে কিছুতেই ছুঁতে পারছিনা । সব ভালো যার শেষ ভালো ।
  • মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪
    এক কথায় অসাধারন খুবই ভালো লাগলো
  • তুহিনা সীমা ১১/১১/২০১৪
    কবিতাটি অনেক রোমান্টিক। ভালো লাগলো। আর অনামিকা নামটি আমার খুব পছন্দ। নিজেকে মনে মনে আমি অনামিকা বলেই ডাকি।
    • রক্তিম ১১/১১/২০১৪
      যাক ভালো লাগল । আমার অনামিকা কে তুমি হয়ত চিনে থাকবে নয়তো না । কিন্তু ভালো লাগটা শীতের চাদরের মত । ছেড়ে দিতে চাইলেও ছাড়তে পারিনা । ভালো থাকব...
  • কবিতাতে কিছু নয় ; অনেক কিছুই পাওয়া গেল ।
  • ও বান্ধবী অনামিকা তোমাকেই প্রয়োজন। নামকরনটা বেশি সুন্দর হয়েছে।
  • এনামুল হক মানিক ০৮/১১/২০১৪
    সুন্দর হয়েছে। শুভেচ্ছা
  • পার্থ সাহা ০৭/১১/২০১৪
    vlo hoece
  • ভাল হয়েছে বন্ধু।
    কবিতার মাঝে সামান্য ক্রটি আছে। দেখে নাও বন্ধু!!
    • রক্তিম ০৮/১১/২০১৪
      শুধরে নেবার চেষ্টা করলাম । আপনাদের সবাইকে জানাই রক্তিম অভিবাদন।
  • অনিরুদ্ধ বুলবুল ০৭/১১/২০১৪
    বাহ, অন্তঃমিলে বেশ সুন্দর করে ফুটিয়েছেন!
    ভাল লাগলো।

    শুভেচ্ছা কবি।
  • চূড়ান্ত ০৭/১১/২০১৪
    ভালো।
 
Quantcast