www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চৌকাঠ

এই প্রথম মেয়েটা চৌকাঠ ডিঙিয়ে গেল
তারপর সদর দরজা তারপর সরাসরি বড় রাস্তায়
তারপর .... হারিয়ে যায় হারিয়ে গেল
মার ছিল অফিস বাবা ছিল ভিনদেশে
মেয়ে ছিল মিনু মাসির কাছে
সবাই নিশ্চিন্ত ছিল মেয়েটা কিচ্ছু পারেনা...
মনের মধ্যে ছিল অনেক অনেক প্রশ্ন
মনের ভিতর আশ আকাশ দেখতে পাবে
এই প্রথম অচেনা মুখের ভিড়
হটাত তার সামনে স্বাধীনতা
হাঁটতে হাঁটতে পথ শেষ হ্য়
ফুলের সাথে কাঁটা থাকে মেয়ে তা জানে না
থমকে দাঁড়িয়ে পড়ে
সামনে যারা ওদের মুখে অদ্ভুত হাসি
যেন লুকানো এক ধারালো ছুরি
মুখে হাত চাপা চোখ হল বাঁধা
দ্রুত গাড়ীর ছুটে চলা
শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত....
নগ্নতা ঘিরে ধরে নিস্পাপ মেয়েটাকে
তারপর গভীর যন্ত্রনা রক্তাক্ত হওয়া
তারপর চেতন অচেতনে নিঃশব্দে আর্তনাদ
তারপর একেবারে হারিয়ে যাওয়া
তারপর আর একটা চৌকাঠ তারপর আর একটা..........
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ৬২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুজন ২১/১১/২০১৪
    বাহ্বা কি পাইন
  • মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪
    বাস্তবতা হাতের মুঠোয় এতো সুন্দর ভাবে উপস্থাপনা অসাধারন
    • রক্তিম ২১/১১/২০১৪
      উত্তরে বলি এখনো বয়ছে উত্তরে হাওয়া । বুকে কাঁপন লাগে ।
      মেয়েটা ঘরে ফিরবে তো ? ভালো থাকবেন । সুপ্রভাত ।
  • চূড়ান্ত ০৬/১১/২০১৪
    অনেক ভালো লিখেছেন। ধন্যবাদ।
  • অনিরুদ্ধ বুলবুল ০৬/১১/২০১৪
    নর-পিশাচের থাবা নিষ্পাপ শিশুটিকে শেষ চৌকাঠ ...
    এমন ঘটনা ঘটছে প্রতিনিয়তই
    কিন্তু এ নিয়ে খুব কম জনই ভাবেন।
    কবি বিষয়টা তুলে এনে ধন্যবার্দাহ হয়েছেন।

    শুভ সকাল।
    • রক্তিম ১৯/১১/২০১৪
      নিয়ম করে নয় , আজ সময় করে এসে বলছি চৌকাঠ সামনে পেরিয়ে যেতে হবে । ভালো থাকবেন ।
  • বাহ দারুন।
  • Înšigniã Āvî ০৫/১১/২০১৪
    khub gurutbopurno...
    • রক্তিম ১১/১১/২০১৪
      একবার ভাবলেই শরীর শিউরে ওঠে । মানব মুখী দানব গুলোর মুখোশ টেনে খুলে দিতে ইচ্ছা করে।
  • মাহাদী সাগর ০৫/১১/২০১৪
    শিক্ষার কমতি নেই। নতুন প্রজন্মের জন্য এই কথাগুলো খুবই গুরূত্বপূর্ণ। সুন্দর একটি কবিতা।
    • রক্তিম ১১/১১/২০১৪
      বর্তমান সমাজ লেখা পড়ায় যথেস্ট উন্নতি করেছে।কিন্তু মানবিক মুখ আর নেই কেন জানি না অনেকেই পাশবিক ।
  • রেনেসাঁ সাহা ০৫/১১/২০১৪
    আর্তনাদের গল্প, অত্যাচারের ভয়ঙ্কর কাহিনী, ফুটে উঠেছে প্রতিটি ছত্রে । খুব সুন্দর । ভালো লেগেছে ।
 
Quantcast