www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সম্পর্ক আর প্রত্যাশা

আমরা প্রতিনিয়তই বিভিন্ন সম্পর্কে জড়াই।
যত বারই নতুন সম্পর্কে জড়িয়েছি ঠিক তত বারই পুরানো এবং মূল্যবান প্রায় সব সম্পর্ককে আমরা উপেক্ষা করি।
এতে আমাদের সব সম্পর্কে খুব যত্ন করে ঘুণে ধরে।
এক সময় এসে সম্পর্ক গুলো খুব নাজুক হয়ে পড়ে এবং কোন কোন সময় ভেঙ্গেও যায়।

বেশির ভাগ সময়ে নতুন সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী এবং সুখকর হয় না। তখন আমরা পেছনে ফিরে আসি এবং আগের সম্পর্কগুলোতে মননিবেশ করি এবং ভাবি সব কিছু আগের মত আছে।

আসলে কি তাই???
না! কখনই তা হতে পারে না।
আমরা তখনও মনেই করতে পারিনি যে আমাদের দেয়া আঘাতে সম্পর্কে ঘাঁ ধরে গ্যাংরনি হয়ে মরে গেছে।
তার পরেও আমরা ঐ সম্পর্ক গুলো থেকে তাজা ফুলের সুবাস খুঁজি।

আমরা কত স্বার্থপর একথা আমরা নিজেরাও জানি না বা কখনও তা জানার চেষ্টাও করি না।
আমরা সবার ভালোবাসা এবং মূল্যায়ন আশা করি।
কিন্তু আমরা কতটা মূল্যায়ন করেছি বা করছি???
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৩৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast