www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাগতম




মৃদু মৃদু পায়ে আসিতেছে শীত
কার্তিকে করি আলিঙ্গন,
নব উল্লাসে, ক্লান্ত পান্থ
তোমারে জানাই নিমন্ত্রণ ।
পথের পাশে বসিয়াছ তুমি
করিতেছে কি চিন্তন ?
চারিদিকে শীতের মহরা বাজিছে
সব কিছু তাই নির্জন ।


ছবি:teen বয়সের স্মৃতিময় ভালোবাসার ডায়েরি
--------------------------------
teen বয়সের কবিতা (ডায়েরির পাতা থেকে)
(Post20131101024351)

তারুণ্য ব্লগ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই...আমার কিশোর বেলার সুখ স্মৃতিকে সামনে এনে দেবার সুযোগ সৃষ্টি করে দেবার জন্যে ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ০১/১১/২০১৩
    অনেক সুন্দর লিখছেন সে বয়সেই!
  • suman ০১/১১/২০১৩
    কিশোর বেলার মনোময় কাব্য ...নির্দোষ ...।
    কৈশোরের অভিজ্ঞতা সবার সমান নয়...শ্রেণী অবস্থান আর পারিবারীক বন্ধন এই দুই পক্ষে থাকলে শিশুর শৈশব সুন্দর তো হবেই ...যারা তা পেলো না তাদের জন্যে আমাদের সবার কিছু দায়ীত্ব তো থেকেই যায়...
  • রাখাল ০১/১১/২০১৩
    সুখে থাকলে, শীত এলেও গীত গায়
    অসহায় দুর্বল পোশাক বিহীন মারা যায় ।
    সারাদেশে পিঠা পায়েস আরো রঙ্গ
    মিডিয়ায় হাইলাইটসে আসে উত্তরবঙ্গ ।
    শীত নিয়ে গীত করি, লিখি আরো কবিতা
    অসহায়দের পাশে দাঁড়াই, মনেরাখি আমরা মানুষ তারাও তা !
  • ছবি ও লেখা উভয়ই চমৎকার।
  • আবির ইমন ০১/১১/২০১৩
    টিন বয়সেই শীত-কাব্য বাহ দারুন রবিন্দ্র প্রভাব!
  • কবীর হুমায়ূন ০১/১১/২০১৩
    শীত ও কাব্য
    - কবীর হুমায়ূন

    শীতকে নিয়ে কাব্য করার সময় এখন তোমার, কবি!
    পশমী কাপড় গায়ে দিয়ে কাব্যে আঁকো শীতের ছবি।
    উল্টিয়ে কি দেখছো তুমি শীতের মাঝে দুঃখ কত ?
    বস্ত্র-হীনার কাঁপছে শরীর শীতের ঘায়ে অবিরত।
    • আরজু নাসরিন পনি ০১/১১/২০১৩
      হ্যাঁ, সুকান্তর
      হে সূর্য কবিতাটির কথা মনে পড়ে গেল ।

      তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে...
      জীবন থেমে থাকে না...
      শুধু মাঝে মাঝে আমাদের বোধটাকে নাড়িয়ে দিয়ে যায় ।
      বিবেককে নাড়িয়ে দেয়া মন্তব্যে কৃতজ্ঞতা জানাই ।।
  • আরজু নাসরিন পনি ০১/১১/২০১৩
    কবিতাটা ডায়েরির পাতা থেকে কম্পোজ করার সময় একটা ছবি দেবার প্রয়োজনীয়তা অনুভব করছিলাম ।
    হঠাৎ করেই মনে হলো ডায়েরির কভারের ছবিটাই তুলে আপলোড করে দেই না কেন ...।
    যেমন ভাবা তেমনি ক্যামেরা হাতে নিয়ে শাটার টেপা শুরু । ব্যাস, আমার কৈশোর এখন আমার সামনে ভাবতেই দারুণ লাগছে ।

    কবিতা কেমন হয়েছে সেই ভাবনার চেয়ে নষ্টালজিক হতে পেরেই আমি দারুণ আনন্দিত ।
 
Quantcast