www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মন প্রফুল্ল রাখুন


শুভ সকাল ।
চা খেতে খেতে পড়তে পারেন ।

আমাদের এই অস্থির ভূখন্ডে একটু সুস্থির থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য আমরা কত কিছুই না করে থাকি ।

ভালো খেতে চাই, ভালো পরতে চাই, ভালো বন্ধু চাই, ভালো পরিবেশ চাই...শুধু চাই আর চাই !!!

আমরা আশা করি আমাদের চাওয়াগুলো সব আমাদের সামনে আলাদিনের চেরাগের দৈত্য এসে হাজির করে দিবে । কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর । এখানে যোগ্যতমেরাই টিকে থাকবে...হায় হায়! তবে কি যারা কম যোগ্যতা সম্পন্ন তারা সব হারিয়ে যাবে এই ধরণী থেকে ? হ্যাঁ, ব্যাপার টা পুরোপুরি না হলেও অনেকটা সেরকমই ।

আর তাই ডাইনোসর, ম্যামথ আরও অনেক প্রাণীই নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক আগেই আরো অনেক প্রাণীই হারিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে ।

আমি/আমরা নিশ্চয় চাই না যে আমি/ আমরাও এভাবে হারিয়ে যাই ।
আর চাইনা বলেই কি করে ভালো থাকা যায় তা আমাদের জানতে হবে । আজকে একেবারে সহজ একটা বিষয়ের অবতারণা করবো এই ভালো থাকার জন্য ।

এলাচ তো চেনেন সবাই । যারা চেনেন না তারা আওয়াজ দিবেন..।


এই এলাচ কিভাবে আমাদের ভালো থাকতে সহায়তা করে জেনে নিন ।
প্রাচীন কাল থেকেই মাউথ ফ্রেশনার হিসেবে ছো্ট এলাচ খাওয়া হয় । খুবই সুন্দর গন্ধযুক্ত হওয়াতে এই এলাচে মুখের দুর্গন্ধ দূর হয় । খাওয়ার পর মুখ শুদ্ধি হিসেবেও এই এলাচ খাওয়া হয় । শরবত, মিষ্টি এমনকি পোলাও, বিরিয়ানি ব্যঞ্জন বা তরকারিতেও সুন্দর গন্ধের জন্য ও সুস্বাদু করতে এলাচ ব্যবহার করা হয় ।

ছোট এলাচ খেলে মন প্রফুল্ল হয়, মুখ সুগন্ধযুক্ত হয় এমন কি ত্বকেও সুঘ্রাণের সৃষ্টি হয় ।

বৈজ্ঞানিক মতে, ছোট এলাচ সুগন্ধিত, হার্টের পক্ষে উপকারী, রুচিকর, উদ্দিপিত করে এবং হজম করায়, বাত হরণ করে, গ্যাস দূর করে, পেটের সব রকম অসুখ সারিয়ে দেয়। বমি ভাব, বমি উপশম করে ।
তবে আর দেরি কেন...এখুনি শুরু করুন এই মন প্রফুল্লকারী এলাচের ব্যবহার ।

ছবি : গুগল সার্চ দিয়ে পাওয়া ।।

-----------
মনের জানালা
(Post20131029030608)
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৮২০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জহির রহমান ১৮/১১/২০১৩
    আরজু! এলাচ কি? এলাচ কি করে?
  • রাখাল ২৯/১০/২০১৩
    ভাতের সাথে যেমন তরকারী
    চায়ের সাথে রাখালের জন্য বিড়িটাও তেমন দরকারী ।
    এলাচ খেতে আছে মানা
    এলাচী বেগমরা এমনিতেই দেয় যে হানা ।
    ------------------------------------------------
    • আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
      হাহাহাহা
      এলাচি বেগমদের সুস্বাগতম ।।
      • রাখাল ০১/১১/২০১৩
        এই সেরেছে কাজ, এমনিতেই আমার কপালে ভাঁজ
        আপনার সু-স্বাগতমে এলাচী বেগমেরা বারোটা বাজবে আজ ।
        • আরজু নাসরিন পনি ০১/১১/২০১৩
          হাহাহাহা
          আপনি তো বেশ মজার মানুষ...
          অনেক ধন্যবাদ জানাই, এভাবে ছন্দে ছন্দে আনন্দ দেবার জন্যে ।।
          • রাখাল ০১/১১/২০১৩
            ধন্যবাদ, আপনাকেও এসব শেয়ার করার জন্য ।
            • আরজু নাসরিন পনি ১৪/১১/২০১৩
              আপনারা পাশে আছেন ভরসায় ভবিষ্যতেও এমন লেখঅ দেবার চেষ্টা থাকবে ।।
              • রাখাল ১৪/১১/২০১৩
                বসে নেটে
                কী পোষ্ট করেছেন
                তাই দেখি ঘেটে

                আরো বাড়লো আগ্রহ এবার
                এমন উপকারী তথ্যবহুল লেখা চাই বারেবার ।
  • চমৎকার হে প্রিয়! সত্যিই তুমি অসাধারণ।খুবই ভালো লাগলো উপকারী লেখা পেয়ে।
    • আরজু নাসরিন পনি ৩১/১০/২০১৩
      লেখা তখনই উপকারী যদি কারো কাজে লাগে ।
      কারো কাজে লাগলে কৃতার্থ বোধ করবো ।
      অনেক শুভেচ্ছা, প্রিয় সাখাওয়াৎ ।।
      • আপনি ও শুভেচ্ছা নিন।আর আমার পাতায় পারলে একবার দেখা দিন।
        • আরজু নাসরিন পনি ১৪/১১/২০১৩
          অবশ্যই ।।
          • Valo thakon .regular aste parci na
  • সহিদুল হক ২৯/১০/২০১৩
    চা-টা বানিয়েছেন খুব সুন্দর! রং দেখেই মালুম হচ্ছে।
    আপনার লেখাগুলো উপকারী বন্ধুর মতো। ভীষণ কাজের।
  • suman ২৯/১০/২০১৩
    Awesome !!!
    প্রিয় লেখক
    আজকের দিনে nutrition এর উপর ফোকাস করা হচ্ছে নতুন উদ্যমে ...আপনার বহুমূখী প্রতিভা থেকে পাঠক সমাজ নিসন্দেহে উপকৃত হবে ... আমাদের পূর্বসূরীদের অনেক লব্ধ জ্ঞানের গুরুত্বও জানতে পারছি আমরা ...আপনার প্রয়াস অব্যাহত থাক এই কামনা করি ...
    • আরজু নাসরিন পনি ২৯/১০/২০১৩
      আর বলবেন না, কী যে বিপদে আছি...যতবার চায়ের ছবিটা দেখছি, ততবারই চা খেতে মন চাইছে...
      রেখেছি চা পাঠকের জন্যে তাতে আমারই খেতে ইচ্ছে করছে সেই ছোটবেলায় বইয়ে পড়া খেকশিয়ালের মতো ।

      আপনার মন্তব্য গুলো আমার লেখার অনুপ্রেরণা যোগায় ।
      আশা করি এভাবেই পাশে পাবো সবসময়ই ।
      অনেক শুভকামনা রইল ।।
      • suman ২৯/১০/২০১৩
        আমারও যে দেখেই চা খেতে ইচ্ছে করেছে ...সবপাঠকদের মনে হয় একই অবস্থা ...
 
Quantcast