www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কষ্ট

বুকে এক সাহারা জন্ম নিয়েছে
তপ্ত বালুকার মতো
হাহাকার করে চলছে ।
ক্লান্ত পথিকের ব্যর্থ পথচলায়
শুধু
মরীচিকার মতো খেলছে...।

রুদ্ধবাক... , কিছু জানাতে
পারছে না তার প্রিয়তমাকে ।

অঝোর ধাঁরায় বয়ে চলছে
কষ্টাশ্রু...।

প্রিয়তমা, সাহারায়
তৈরী করছে মরুদ্যান...
আশা বুকে নিয়ে
কাছাকাছি হতেই হারিয়ে যাচ্ছে ।
হৃৎপিন্ডটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে
তবু্ও পারছেনা বাকশক্তি যোগাতে ।



-------------------------------
teen বয়সের কবিতা (ডায়েরির পাতা থেকে)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অব্যাক্ত কথার মত কষ্ট আর কিছু হতে পারেনা। মাঝে মাঝে মনে হয় নিজের বুক ছুরি মেরে বসি। অসাধারন কবিতা হয়েছে
    • আরজু নাসরিন পনি ২৬/১০/২০১৩
      হ্যাঁ, বলতে না পারার কষ্ট যে কিভাবে পোড়ায় !...নিজের কাছেই নিজে হেরে যাবার মতো ...
      অনেক শুভেচ্ছা দাদা ।।
  • বাহ সেই বয়স থেকেই তো আপনার লেখনী ভালো।
    • আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩
      কী যে বলেন !
      রিতিমতো লজ্জা পাচ্ছি...আপনার মন্তব্যগুলোতেই আপনার ঔদার্য্য বোঝা যায়...অনেক বিনয়ী আপনি ।
      শুভকামনারা সব সময় আপনাকে ঘিরে থাকুক ।
  • suman ২৫/১০/২০১৩
    teen বয়সের কবিতাগুলো মূলত অকপট স্নিগ্ধ ...teen এর তুলনায় উন্নত লেখা ...ঐ সময়টা অতুলনীয় ...নির্ভার...
  • রাখাল ২৫/১০/২০১৩
    অসম্ভব সুন্দর !
  • কবীর হুমায়ূন ২৫/১০/২০১৩
    কষ্টাশ্রুর জলের ধারায় আনন্দময় মরুদ্যান
    স্রোতস্বিনী জাগবে দেখো ভেঙ্গে গিয়ে ঐ পাষাণ।


    কবিতা ভালো লাগলো।
    মনের আকুতি শুধু মাত্র Teen age এ হয় না; সর্ব কালেই তার আবেদন হৃদয়কে আবেগীত করে থাকে।
    ভালো থেকো।
  • দীপঙ্কর বেরা ২৫/১০/২০১৩
    বেশ ভালই তো লাগল । সুন্দর ।
 
Quantcast