www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাবনার জগতকে নাড়িয়ে দেয়া ঋতুপর্ণ ঘোষের ম্যুভি - ঊনিশে এপ্রিল



"উনিশে এপ্রিল" দেখার সময় ছোড়া প্রসেনজিৎকে দেখে চমকে উঠেছিলাম ! পরে বুঝলাম আমি নিজেই ১৭ বছর পেছনে পরে আছি।...তবুওতো পেছন থেকে উঠে আসার চেষ্টা...তাই বা কম কি !

সিনেমাটা দেখার এক পর্যায়ে মনে মনে গালি দিয়ে উঠেছিলাম ...! তুই যদি মায়ের পছন্দের লুতুপুতু মেয়েই বিয়ে করবি তাইলে প্রেম করতে গেলি ক্যান ! গররররর....

আমি বাস্তবে এভাবে গালি দেই না... দিয়ে অভ্যস্থ না । কিন্তু ক্রোধ চেপে রাখতে পাচ্ছিলাম না...মা, ডাক্তার মেয়ে পছন্দ করবে না, মা একটু ঘরোয়া বউ চায় এবং পরবর্তীতে মেয়ের মা-বাবার পেশা নিয়ে পরে যায় টানা হেচড়া ...এসব ইতং বিতং যে ছেলে ভাবে সে ক্যান প্রেম করে একটা মেয়ের জীবনকে এভাবে বিবর্ণ করে দেয় ?!

কিন্তু আমার দেখার ধারাবাহিকতাকে কিভাবে অদ্ভুতভাবে বদলে দিয়ে প্রেমিক-প্রেমিকার সম্পর্কের টানা পোড়েন থেকে ক্যারিয়ারিস্ট মা আর দিনের পর দিন মায়ের ব্যাস্ততায় সন্তানের দুরে সরে যাওয়া...
স্বামীর সাথে স্ত্রীর প্রফেশনাল (বরং ফিনানশিয়াল বলি) কনফ্লিক্ট ! স্ত্রীর বেশি খ্যাতি, টাকা কামানোকে স্বামীর মেনে নিতে না পারা...

একই ঘরের বাসিন্দা হয়েও স্বামী-স্ত্রীর দুই ভুবনে রয়ে যাওয়া... বড্ড কষ্ট পাচ্ছিলাম ।

একটা সময় চোখের কোনে হয়তো একটু জলের আঁচ পাচ্ছিলাম...বুকের ভেতর চিনচিনে ব্যাথা...

বোঝাপড়া গুলো ভালো থাকলে, স্বচ্ছ থাকলে...সম্পর্কের উন্নতি হতে বাধ্য । এর জন্যে চাই দু'জনকে দু'জনের বোঝার চেষ্টা । যা দুই পক্ষেরই উচিত ।

ঊনিশে এপ্রিল নিয়ে মুভিটির ঠিক পরপরই প্রসেনজিৎ আর দেবশ্রীর ডিভোর্স হয়ে যায় । যতদূর ধারণা করা যায়, মুভিটির জন্য দেবশ্রীর রাষ্ট্রপতি পুরষ্কার এবং জাতীয় পুরষ্কার পাওয়া সহ আরও অন্যান্য কারণে প্রসেনজিতের কিছু ঈর্ষা জাগে । দেবশ্রীর তখনকার অভিনয়ের পারিশ্রমিকও প্রসেনজিতের আয়ের থেকে বেশী ছিল । ছোট ছোট ব্যাপারে মতানৈক্য হতে হতে ব্যাপারটা বিবাহবিচ্ছেদে গড়ায় ।

ঋতুপর্ণের মতো মানুষরা সমাজ-মানুষ-জাতির ভবিষ্যৎ দেখতে পান, ঊনিশে এপ্রিলে স্বামী-স্ত্রীর ঠিক এমনই মনোমালিন্যের চিত্রায়ণ করেছিলেন তিনি ।

IMDb তে ঊনিশে এপ্রিল
উইকিপিডয়িায় ঊনিশে এপ্রিল
youtube এ ঊনিশে এপ্রিল এর একাংশ

অভিনয়: অপর্ণা সেন, দেবশ্রী রায়, দীপংকর দে, প্রসেনজিৎ ও অন্যান্য ।

------
চলচ্চিত্র

(রিভিউ লেখার চেষ্টা, ঋতৃপর্ণ ঘোষ)
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৯৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • suman ২৫/১০/২০১৩
    উত্তম প্রয়াস এই পর্যালোচনা ...আমি ওঁর বেশীরভাগ ছবি দেখার চেষ্টা করেছি ...উনিসহ রীত্বিক ঘটক , মৃণাল সেন,গিরিশ কাণার্ড,গৌতম ঘোষ,আলমগীর কবির চলে আসতে পারে এই পর্যালোচনা পর্বে ...আপনার review শিল্প গভীর মানসম্পন্ন ...
    • আরজু নাসরিন পনি ২৫/১০/২০১৩
      অনেক কৃতজ্ঞতা জানাই, সুমন ।
      এতো সুন্দর অনুপ্রেরণা জাগানিয়া মন্তব্য পেয়ে সত্যিই আপ্লুত হয়ে গেলাম ।।
  • ভালো ই বললেন।
    • আরজু নাসরিন পনি ২৩/১০/২০১৩
      অনেক ধন্যবাদ সাখাওয়াৎ...তবুও পোস্টটা কেউ পড়লো ।
      আমিতো ভেবেছিলাম এই ব্লগে ম্যূভি রিভিউ কেউ পড়বেই না ।
      কৃতজ্ঞতা রইল ।।
      • হতাশ হওয়ার কিছুই নেই
 
Quantcast