www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রতীক্ষা

অনুভুতিগুলো কেমন যেন মূল্যহীন হয়ে গেছে !
আজকাল আর বিশেষ কেউ বিশেষভাবে অনুভূতির মূল্য দেয় না!
কষ্টগুলো শুধু ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট পেরিয়ে মৈত্রীর সবুজ ঘাসে আছড়িয়ে পড়ে।
তারপর থেমে যায় ২১৭ তে এসে।
থেমে থেমে জমাট নীলের নীল কন্ঠি তৈরী করে-
শোনা হয় না বেতারের অনুষ্ঠানগুলো-
ভাবনাগুলো দমকা বাতাসে দাদুর চায়ের দোকানের কাছে হাতড়িয়ে বেড়ায় একটা অদৃশ্য মানবের শরীরের গন্ধ-হয়তো দাড়িয়ে আছে দোতলার পানে চেয়ে-
হয়তো চড় জেগে উঠা মাটি থেকে ঘাস গুলোকে দু'আঙ্গুলে খুঁটে চলে-
হঠাৎ একটা গলা চিড়ে রা' বেড়িয়ে আসে!
উৎকর্ণ কান সেদিকে যায়।
নাহ্, এখানে বিশেষ কেউ নেই।
অন্য কারো অন্য কেউ -
আস্তে আস্তে রাত বাড়ে।
দমকা বাতাস জানান দিয়ে যায়,
নিঃসঙ্গ প্রহরগুলোতে সেই সঙ্গী হবে।
অশরীরি আত্না চাপা কষ্ট নিয়ে ঘুড়ে বেড়ায় মৈত্রী, নীলক্ষেত, কাটাঁবন, এলিফ্যান্ট রোড আর-আর ক্যাম্পাসে ।
যদি সেই গন্ধটা- সেই অদৃশ্য মানবের শরীরী গন্ধটা পায়!
চারদিকে সঙ্গী দামাল বাতাস সঙ্গী হয়ে বয়ে নিয়ে যায় শুধু হাহাকার!
কেউ আসে না! কেউ আসে না! কেউ আসে না !!


--------------
কবিতা লেখার চেষ্টা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হৃদয়ের গহিন হতে একটি তৃপ্তির দীর্ঘ শ্বাস বেড়িয়ে গেল।সত্যিই চমৎকাার লিখেছে ন আপনি।খুবই অসাধারণ ভাবনা।আরোও কবিতা র প্রত্যাশা সবসময়ই।শুভেচ্ছা সেই সাথে ভালবাসা অহর্নিশ।
    • আরজু নাসরিন পনি ২২/১০/২০১৩
      আপনার আন্তরিক মন্তব্যগুলো খুব অঅশা জাগানিয়া । হতে চাওয়া লেখকদের খুব আশা জাগায় । অনেক কৃতজ্ঞতা জানাই সাখাওয়াৎ ।
      ভালো থাকুন সবসময়ই ।।
  • suman ২১/১০/২০১৩
    আধুনিক কবিতার প্রতিনিধি...মন ছুয়ে যায়...আরো লেখা চাই ...
    • আরজু নাসরিন পনি ২২/১০/২০১৩
      আপনার উপস্থিতিই আমার জন্যে অনেক আনন্দের । এতো সুন্দর করে অনুপ্রাণিত করেন যে, মুগ্ধ হয়ে যাই ।
      শুভকামনা সব সময়ের ।।
  • অসাধারণ কবিতা
 
Quantcast