www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দুই অন্তরে


জানি সে চলে গেছে নিরবে
ভালোবাসা দাবি করেনি,
জানি সে চলে গেছে হেরে
ভালোবাসা দাবি করেনি।

তার চলে যাওয়াতে তো এমনটা মনে হয়নি,
এখন কেন তাকে ভেবে মন অস্থির হয়
শুধু রাত জুড়ে ছেয়ে থাকে -
তার সাথে হওয়া কত কলহ আর
তার সামনে অহংকারের মিথ‍্যে অভিনয়...
আর বারে বারে ঘুম ভেঙ্গে যায়
অবচেতনে যা ছেয়ে থাকে তা মিলিয়ে যায়।

স্বপ্নেও সে আর কখনো ফেরেনি
ভালোবাসা দাবি করেনি,
শেষ দিন তার অনুভূতির ভাষারা
প্লাবিত চাহনির কালো সীমারেখার গভীরে
তলিয়ে গেছিল।

কেন তবে অঝোরে বৃষ্টি নামে যখন তখন
এ কেমন অনুশোচনা, কেমন বিষাদ ভাবনা ছেয়ে,
কেন প্রতি সন্ধ্যারাতে বাড়ি ফেরাতে চায় তাকে
প্রতীক্ষায় পথ চেয়ে।
কেন শুধু আক্ষেপ করে আর মনে হয় -
তাকে ভাবিনি তো আলাদা করে
কেটেছে সেসব দিন অবহেলায়,
হেরেছি আমিও তাকে হারিয়ে
ভালোবাসা অসম্পূর্ণ রয়ে গেছে
তার ফিরে যাওয়ায়।


জানি না তার গাঢ় নীল হ্রদের
কোন গভীর তলে ভালোবাসা
খুঁজে পেয়েছিলাম,
জানি না তার কঠোর মনের
কোন স্পন্দনে ভালোবাসা
খুঁজে পেয়েছিলাম,
শুধু মুখ ফুটে বলতে কখনো পারিনি।

তার দৃঢ় চাহনিতে যে প্রভা ছিল
তার উচ্চাকাঙ্ক্ষায় যে আত্মবিশ্বাস ছিল,
তার সামনে বলতে পারিনি, আমারও কিছু বলার ছিল।

হাজার কলহ মতবিরোধের আড়ালে
কোথাও মনের মিল খুঁজে পেয়েছিলাম
ভালোবাসা দাবি করতে পারিনি,
শুধু মিথ‍্যে অহংকারের কাছে হেরেছিলাম
শূন্য মনে জলমগ্ন সেই শেষ ফিরেছিলাম।

তারপর একগুচ্ছ সফলতার বুক চিড়ে
আজও উচ্চাকাঙ্ক্ষার সংজ্ঞা খুঁজে পায়নি,
যখন রাতের অন্ধকারে অঝোরে বৃষ্টি নামে
সব প্রাপ্তি বেমানান বলে ধিক্কার দেয়,
জানি না কোন বিশ্বাসের ভ্রমে
তাকে পাওয়ার আশা শ্বাস নেয়, আর
তার মিথ‍্যে অহংকারের কারণ খুঁজে পায়নি।

কেন শুধু আক্ষেপ করে আর মনে হয় -
ভালোবাসা গোপন করে নির্বাক ফিরে আসায়
সে অসম্পূর্ণ রয়ে গেছে তার মনের নির্জনতায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast