www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমিই শক্তি তুমিই আলো


জম্মিলে কোথায় ?
কেন ভাব তুমি !
আপন আলোয় ওঠ জেগে জাতির গৌরব আনি ।
বংশ গৌরব নয়তো দামী হয়েছে কর্মে গুনি ।
অর্থ্ কড়ি সম্মান ঐ এসেছে জীবন তরে
খুলেই দেখ রণ দুয়ার তোমার কর্ম্ জুড়ে।
যায়নি কেহ সংগ্রামবিনা বিজয়ের উধর্ব্ শিরে ।
বন্ধুর পথ পেরিয়ে আজ ধন ধান্যে উড়ে !
অলস হয়ে পারেনি ওরা পড়েছে কর্মে ঝড়ে
ভিতু চিত্তে হুমড়ি খেয়ে অকাল যায় মরে ।
পারবে তুমি বিশ্বাস মায়ের স্বপ্ন আশার নীড়ে
তুমিই শক্তি তুমিই আলো জ্বলবেই কিরণ ছুঁড়ে ।
সম্মুখে ঐ তোমায় চেয়ে যাচ্ছে জাতি দৌড়ে
ভয় নেই আর নবীণ ছেলে গাইব তোমার সুরে ।
তুমিই পার ধরতে হাল সকল ব্যর্থ্ ছুঁড়ে ।
ওঠ জেগে আগামীর আলো দিবা নিশি ভোরে ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast