www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নির্বাচন কালীন কিছু টিপস

নির্বাচনী সময়ে পার্থিরা ভোটারদের কাছে যায়। আর তারা নানান কিছু বুঝিয়ে, ছলে, বলে, কলে, কৌশলে ভোটারের মন জয় করতে চায়।
আপনিও কিছু করুন। এইতো সময় তাদে কাছ থেকে কিছু পাওয়ার। তাই আপনার জন্য কিছু টিপস।

১)খাবার হোটেলে গিয়েছেন, বা চা খাবেন? [sb]পকেট ফাঁকা? আশে পাশে দেখুন কোন নেতা গুছের কেউ আছেন কিনা। অথবা উমুক ভাই তুমুক ভাই। যান পাশে গিয়ে বসে ভাইকে খুব তেল দিন, দেখুন ভাই আপনাকে চা তো খাওয়াবেই সাথে চায়ের সাথে টা ও [/sb]
২)মনে স্বপ্ন ছিল বড় গাড়ি চালাবেন, কোনদিন টাকার জন্য কেনা হয়নি। [sb]এইবার সেই আশা পুরন করে নিন। সব নেতারাই নিজেকে গরীব বলে দাবি করবে। আর নিজের সম্পদ অপরের নামে চালিয়ে দিবে। আপনি গিয়ে তাকে বুদ্ধি দেন। আপনার নিকটে থাকা পার্থিকে। ভাই কিছু সম্পদ আমার নামে দিয়ে দেন। এইটা গাড়ি আমার নামে করে দেন। কয়দিন পর আবার ফিরিয়ে দিবনে। বিপদটা কেটে যাক আপনার সম্পদ আবার ফিরে আসবে, আপনার ঘরে। গাড়িও চলে আসবে [/sb]

৩)[sb]অনেক দিনের শখ ভালো ডুপ্লেক্স বাড়িতে থাকবেন, এসি বাড়িতে থাকবেন টাকা নাই?[/sb][su]যান দেওলিয়া হয়ে যাওয়া নেতাকে বলেন ভাই ওই বাড়িটা আমাকে থাকতে দিন। নয়ত আমি বলে দিব ওই বাড়ি আপনার প্রেমিকার নামে। আর সেই প্রেমিকা রেড লাইন এরিয়ার লোক। দেখবেন আজকে সে আপনাকে ভয় পাবে। হয়ে গেল বাড়িতে থাকার আশা পুরন [/su]

৪)আপনি নিজেকে গরীব ভাবেন? [sb]আর গরীব ভাবার কিছু নাই। আপনি ওইসব এমপি হতেও ধনী, সম্পদশালী, কিভাবে? [/sb] তাদের নাকি টাকা পয়সা নাই। তারা নিজেরা সেই তথ্য দিয়েছে। [su]আসলে তারা এতোদিন যে দামি বাড়িতে থাকত,দামি গাড়িতে ঘুরত ওইগুলো তাদের না। আপনার টাকায় কিনা। [/su]
৫) আপনার রাস্তায় খুব ট্রাফিক জ্যাম? [sb]গাড়ির কারনে সাইকেল চালাতে পারেন না? [/sb] সামনে নির্বাচন। যান কোন দলের নেতাকে বুদ্ধিটা দিয়ে আসুন। সে যেন [su]আপনার বাড়ির সামনে হরতাল [/su], মানবন্ধন, এসব করে। অথবা জনসভা, মিছিল, । তাহলে আর জ্যাম থাকবেনা।

৬)আপনার অনেক দিনের সখ আপনি কোন দলের নেতা হবেন? চিন্তা কেন? অনেক দলের পুরাতন নেতারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে। তাদের নামে শত শত মামলা। আপনার নামে যদি মামলা না থাকে। [sb]ওইসব দলের প্রধানদের গিয়ে বলুন যাতে আপনাকে মনোনয়ন দেয়। আর আপনাকে দলের নেতা হিসেবে সাপোর্ট দেয়। আর তাতে আপনি দল হতে একটা পদ পাবেন। হয়ে গেল। আরকি চাই [/sb]

৭)[sb]মিছিল, মিটিংয়ে কর্মী সাপ্লাই ব্যবসা [/sb]আজকাল অনেক দল আছে তাদের দলে নেতাকর্মী অনেক কম। তারা মিছিল মিটিং করতে পারেনা কর্মীর অভাবে। কিছু দল আছে নিবন্ধন নাই। আবার অনেক দল এতোই ছোট যে দলের চেয়ারম্যান ছাড়া কেউ কোনদিন তাদের নেতা কর্মী হয়নি। তাই আপনি জানেন দেশে জনসংখ্যা ১৬ কোটি। বেকারের অভাব নাই। তাই আপনি ব্যবসা শুরু করুন। মিছিলে জনবল সাপ্লাই দেয়ার ব্যবসা।।

৮) [sb]কাগজ বিক্রি করে টাকা আয় [/sb] আপনার এলাকায় সব নেতা নিজের নামে ব্যানার, পোস্টার লাগাবে। তা আবার নির্বাচনের আগে থাকার নিয়ম নাই। আপনি এই সব সংগ্রহ করার ব্যবস্থা করতে পারেন।
[sb]এগুলো বিক্রি করেও দিতে পারেন অথবা ঠোংগা বানাতেও পারেন। ঝালমুড়ির ঠোংগা, । বানাতে পারেন কাগজের মন্ড দিয়ে নানান আসবাবপত্র। [/sb]

৯)[sb]আপনি ভবিষৎবাণী বলে হয়ে যেতে পারেন সাধু বাবা, গণক, বা জ্যোতিষ মহারাজ। [/sb] [su]কিভাবে হবেন সাধু বাবা,
? চিন্তা নাই ফেসবুকে ২,৩টা আইডি খুলুন।।। বিভিন্ন ব্লগে বিভিন্ন নামে নিক নাম খুলুন। এখন উদাহরণ ১) যদু, ২)মধু, ৩)কদু। এখন কাজ শুরু করে দিন ৩ নাম থেকে ব্লগ স্টেটাস মারতে থাকুন। তিন নাম তিন দলের পক্ষে বা তিন জোটের পক্ষে। কেউ তো জয়ী হবেই। [/su] [si] ধরুন যদু নামের নিক দিয়ে যে দলের ভবিষৎবাণী করেছেন তারা জয়ী হল। এখন আপনি এই নিকের মালিক। এটা প্রমান দিন।। আর বলুন সবাইকে আমি বলেছিলাম। এই দলের জোট জয়ী হবে। হলতো? তার মানে কি হল? কি বুঝলেন? আমি বলেছি তাই তারা জয়ী হইছে। না হইলে আমার কথা ঠিক হল কেমনে? দেখুন আপনার ব্যবসা কেমনে বড় হয়। আপনি সাধু হয়ে যাবেন [/si]

তাই নিজে নিজে যত পারেন ট্রিকস বের করেন আর কাজে লাগান।


বি দ্রঃ ইহা একটি রম্য ভাবনা। রম্য রচনা মাত্র, এটাকে সিরিয়াসলি নিবেননা
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৫০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast