www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের চাওয়া

আবারো একটা আন্দোলন চাই।
জেগে উঠতে হবে সবার।
মরতে পারবো না বার বার।
;
মরতে যদি হয়।
মরার মত করে মরবো একবার।
তবু ছিনিয়ে আনবো নিজেদের অধিকার।
ছাত্রদের ক্ষমতা জাতি দেখবে আবার।
সময় এসেছে জাগাবার।



কেনো নিজেদের করবো শুধু সার্টিফিকেটের মালিক?
কেনো বার বার দেখবো আমাদের পরাজয়?
কেনো ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়?
কেনো রিজাল্ট আর রুটিন নিয়ে তালবাহানা?




চলো রক্ত নিয়ে হলি খেলি।
রক্তে জাগিয়ে তুলি যৌবনের ঘ্রাণ।
রক্তে জেগে উঠুক উত্তাক বান।
রক্তে জেগে থাকুক আন্দোলনের আহবান।


আসো নিজেদের কথা বলি।
নিজেদের অধিকারের কথা বলি।



যদি দাবি না মানে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বার বার আন্দোলন কর সারা দেশময়।
নিজেদের প্রাণের আওয়াজ ছড়িয়ে দাও বিশ্বময়।



জেগে উঠো, দেখিয়ে দাও।
দেখিয়ে দাও ছাত্রদের যৌবনশক্তি।
বার বার বয়োবৃদ্ধ রা করবে আমাদের ভক্তি।
জেগে উঠো তারুণ্য।
জেগে উঠো জাগ্রত শক্তি।
তোমাদের বুকে আঠারো আসুক নেমে।
বার বার অত্যাচারী রা যাক থেমে।
বার বার ভয় পেয়ে তাদের বুক যাক ঘেমে।




আমাদের এই চাওয়া।
এটা আমাদের অধিকার।
এটা আমাদের রক্তের কথা।
তোমাদের কেনো এতো মাথা ব্যথা?
কেনো দিতে চাওনা অধিকার?
জিজ্ঞাসা কর সবাই।
প্রশাসন কেন থাকে চুপ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ মুসা খান ১৬/০২/২০১৮
    মুগ্ধ হলাম ।
  • আলম সারওয়ার ০৭/০২/২০১৮
    অসাধারণ কবিতা র জন্য শুভেচ্ছা জানবেন প্রিয় কবিকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন
  • দেয়ালে যতদিন পিঠ না ঠেকবে ততদিন আন্দোলন করার স্পৃহা কই?আগে দেয়াল পিঠ ঠেকুক তারপর না হয় আন্দোলন করব!
  • পৃথিবী বড় বিচিত্র!
  • Very nice
 
Quantcast