www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমাকে ভালবাসি সুরভি

তোমাকে ভালবাসি সুরভি
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন

তোমাকে ভালবাসি একথা বার বার বলতে চাই।
বলতে চাই এ আকাশের নিচে দাঁড়িয়ে,
তোমাকে ছুতে চায় দু হাত বাড়িয়ে।
বার বার তোমার মাঝেই যাবো হারিয়ে


এই বাহুতে বার বার চাই তোমাকে,
জানুক সবাই তোমাকেই ভালবাসি।
তোমাকেই ভালবাসি সুরভি।
তুমিই মোর ভালবাসার উষ্ণ রবি


তুমি তো অনন্ত প্রেম হয়ে ,
ধরা দিয়েছিলে কবিতার মাঝে।
সেই কবিতা আমার হৃদয়পটে আঁকা।
বার বার সেই কবিতা যায় না লেখা।


তুমি তো সেই কবিতা ,
যে কবিতার শেষ লাইন খুঁজি আমি পথে পথে।
সমুদ্রের তীরে কবিদের ভিরে।
বনু শাকিলের পাখাতে,
ধান ক্ষেতের ধারে ,শকুনির চোখে।
অসথের বনে ,হিজলের ডালে।
সুরভি খুঁজি আমি তোমারে।


তোমার প্রেমের কবিতা ,
কবিতার অমর সেই বাণী।
ভালবাসার শেষ স্পর্শ ,
আমি বার বার খুঁজি।
এই বাংলার পথে প্রান্তরে।
ঝিলের ধারে বসে থাকা সাদা বকদের ভিরে।
কোকিলের গানে , পাখিটির প্রাণে



বার বার সেই কবিতার কথা ,
জাগিয়ে তুলে বুকের ব্যাথা
কি বলিবো কথা , কি লিখিবো কথা।
কি গাইবো গান, উঠেনা সুরেতে টান।
তোমার কবিতাতেই যেনো সব আটকে আছে।



তোমাকে খুঁজি ,
পথের কবিতার মাঝে,
কবিদের ভাবনাকে ঘিরে।
যে ভাবনারা খেলা করে সেই সুখের প্রান্তরে
অসীম সাহসী সেই রাখালের বুক চিরে।


যে কবিতা এই মাঠে স্থান করেছে ,
জায়গা করে নিয়েছে মহাকালের দোয়ারে
আমি তোমাকে খুঁজি সেই কবিতার বুকে
তুমি কি আছো সুখে?



তুমি কোথায় ?
এই যে আমার বাংলায়,
ঘন সেই জঙ্গলে পেঁচা ঘুমপারানি গান গায়
আমি বহুবার তোমাকে খুঁজেছি সেথায়
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ০৩/০৪/২০১৭
    খুব সুন্দর।
  • প্রিয়ার প্রতি কবির এই নিবেদন ভক্তিসহকারে ফিরে আসুক কবিবরসহ সকলপাঠকের জীবনে।

    ধন্যবাদ
    • আজ এই শহুরে জীবনে ,মানুষের মন যন্ত্রের
      মত হয়ে গেছে।তাই ভালবাসা থাকা টা
      বড্ড দরকার
    • ধন্যবাদ কবি ।।ভালবাসা নেমে আসুক সবার
      জীবনে।।
  • যাদব চৌধুুরী ০২/০৪/২০১৭
    ভালবাসার এই খোঁঁজ চিরন্তন l প্রেম য্খন অনন্ত, তার খোঁঁজও অনন্ত হবে l কবি খুুঁঁজেে চলুন তাঁঁর প্রেেমকে l আমাদের শুভকামনা থাকল l
  • দারুন।
 
Quantcast