www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সহজ পথে চল

সহজ পথে চল
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন

-
অল্প কথাতে কাজ হলে,
বেশি কথার কি দরকার?

অল্প খাবারে পেট ভরলে
বেশি খাওয়ার কি দরকার?

অল্প ঔষদেই রোগ যদি সারে
তবে ঔষদ কেন খাবো ভাতের মতন?



অল্প খরচেই যদি লাভ বেশি হয়।
বেশি খরচ করে ক্ষতি করবো কেন?
উৎপাদনে অধিক কাঁচামাল কেন করবো ব্যবহার?
সব কিছুই যদি অল্পতেই হয় ,
বেশি বুঝিয়ে কি হবে বল?
এক কথা বার বার পেচানোর চেয়ে ,
এক কথাতে বলে দাও,
সোজা করে বলে দাও।
একটি কথাই যেনো হাজারের সমান হয়।
পেচিয়ে সময় নষ্ট না করে ,
এক কথাতেই যদি চলে।
মিছে মিছি সাজতে যেওনা বাঙ্গাল।
সবাই বলবে বাচাল।
সোজা কথায় কাজ হলে ,
বেশি বলে মুখ করবে কেন নষ্ট?
দাম কেনো কমাবে ?
বাচাল কেনই বা সাজবে?

সোজা পথে চল।
সোজা কথা বল।
মানুষের সাথে চল।
মানুষের কথা বল।


সোজা পথেই শান্তি আসে।
সোজা কথাতেই শান্তি আসে।
শান্তির পথে চলতে সহজ।
বক্র পথেই যত বাধা।
ছড়িয়ে আছে যত কাদা।

পেচানো পথেই যত বিভেদ।
নষ্ট করে একতা তৈরি করে ভেদাভেদ।
সুন্দর কথা বুঝতে সহজ জানো তো।
মানতেই যত কঠিন ,
আসে যত রকম বাধা।


জেনে রেখো পেচুকের দল।
তোমরাই সেই বাধা সৃষ্টি করেছ।
সে বাধার দেয়াল তোমাদের বিভক্ত যুক্তি।
সেখান থেকে পাচ্ছে না কেউ মুক্তি ।
কারন তোমাদের আছে শক্তি ।
অবৈধ অনাচার করার ক্ষমতা।


তোমরাই নষ্ট করছো শান্তি ,
সমাজে তৈরি করছো ভ্রান্তি।
তোমাদের মানুষ হওয়ার ইচ্ছা কবে জাগবে?
কবে তোমরা মানুষ হবে,
সহজ পথে চল।
মানুষকে চলতে দাও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast