www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাজী নজরুল

বিদ্রোহে প্রেমে শিখিয়েছ তুমি ।
এপৃথিবীতে বাচার মানে।
ভালবাসার এক অনন্য যৌবন ছিলে
কত সুর মোদের দিলে।
কত গান এই পরানে বাজে।
নীশিতে জাগরনে ।
শয়নে স্বপনে ।
ভাবে এই মন ।



কি তোমার এই আগমন এই ধরাতে।
কি ছিলে তুমি।



কত কিছু দিলে গ্রহন করেছি শুধু ।
দেয়ার সাধ্য হয়নি কিছু।









করেছি কত যে ভুল ।
কবিতা লিখতে দিলাম মাশুল।
প্রেমে বিদ্রোহে তুমি নজরুল।
এ প্রেম শেষ হবে কি ?

কখনো কি তোমার তুল্য কেহ ?

যে স্বপ্ন তুমি জাগিয়েছো।
আজো সে পথে চলে কবিদের দল।
চলে এক ভিখারি বেশে।
চলে মুসাফির সুরের তালে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ১০/০৪/২০১৭
    খুব সুন্দর।
  • অমলীন এক ভালবাসার
    নিদর্শন রয়েছে এই কবিতাটিতে।

    হয়তবা রয়েছে ব্যবিলনের শুন্যোদ্যানের মত
    এক সপ্তাশ্চর্যের কোন কিছু!!!!
  • রাবেয়া মৌসুমী ১৯/০৩/২০১৭
    একটু যেন অগোছালো মনে হল
 
Quantcast