www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অচল দুই টাকা

একদিন তোমার অনেক নাম ছিল।
ক্ষমতার দাপট ছিল অনেক।
তোমার কবজিতেও জোর ছিল।
তুমি কতনা মিছিলে "মিটিংয়ে '
কতনা রাস্তার ধারে বিড়ি মুখে
ধোয়া ছেড়ে করেছ আকাশ সাদা।
আজ তুমি বয়সের কেনা গোলাম।
অকেজো দুই টাকা নোটের মত।।
যে টাকার ব্যাংক মূল্য আছে।
সার্টিফিকেটে সে দুই টাকা।
তবে তাকে গ্রহন করতে রাজি কেও নয়।।
ফকিরটাও ভিক্ষা নিতে নিতে বলে।
কেন দিলেন বাবু এ টাকাটা???
এটার তো জীবন ই নাই।।
কি হবে এ অচল নোট দিয়ে???
রিক্সা ওয়ালা টা তাকিয়ে থাকে '
নিরব তার দৃষ্টি ''
যেন ভাজা মাছটা ওল্টাতে কষ্ট হয়।
নিরব কণ্ঠে সেও বলে '
ভাইজান টাকাটা -------
পরের ভাষাটা বুঝে নিতে হয়।।
সব ভাষা বলে না
কিছু ভাষা বুঝে নিতে হয়।।।
আজ সে টাকার মত '
তুমিও লোকের কাছে অগ্রহণযোগ্য '
ছেলে তোমায় ভারি বস্তু ভাবে।।
কি দেখলে এ সমাজে???
কত তোমার অভিজ্ঞতা?
দেখে নাও কাজে লাগবে কতখানি।।
কতখানি হবে দু টাকা।।।
তুমি আজ বড্ড ক্লান্ত '
ক্লান্তি তোমাকে উপাদি দিয়েছে বুড়ো।
তোমার জীবন কেন এমন আজ??
অচল দু টাকার সাথে কেন একাকার??
তুমিও কি তোমার বাবাকে??
থাক সে প্রশ্নের প্রয়োজন হয়তো নেই।।
তবে জীবন আজ থমকে গেছে।
মানবতা সেতো কাফনের কাপরে ঢাকা।
তুমি আজ অচল হয়েছ।
একদিন ছেলেটাও বুড়ো হবে।।
সেও পাবে তোমার মত সার্টিফিকেট।
তোমার চলা পথে সেও হাটবে '''
হাটতে হাটতে তোমার কথা মনে আসবে।
মনে আসবে " তুমি তো আসবে না।।
তোমার এখানেই অবসান ''
সে তখন কি করবে??????
প্রশ্ন রাখা সহজ '
উত্তরটা সবার জানা কঠিন বাস্তবতা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মধু মঙ্গল সিনহা ০২/০৪/২০১৭
    বাস্তববাদী কাব‍্য।খুব ভালো লাগলো।
  • ধন্যবাদ সকল কবিদের,লেখকদের,,,
    আমার কবিতাটি পড়ে সৃজনশীল মন্তব্য
    করার জন্য
  • দারুন প্রিয় কবি
  • বালো
  • আব্দুল হক ১৮/০৩/২০১৭
    সুন্দর , ভালো কথা!
  • সবকিছুই পরিবর্তনশীল!
    ...........আজকের রাজা কালকের ভিখারী:::::

    নদীর যেমন এপার ভাঙ্গে আর ওপার গড়ে
    এটাইতো জীবন নদীর খেলা!!!!!!
    • ঠিক বলেছেন।।সবাই আজ শক্তিশালী কাল বুড়ো।
      হবে।। তবে বৃদ্ধ পিতা মাতার যত্ন সবার নেয়া
      উচিত।।।
      • নিজেও একদিন বুড়ো হবো।।এই চিন্তা করে
        হলেও।।আর যারা এত কষ্ট করে
        লালন পালন করল।।।তাদের সাথে মন্দ আচরন
        না করাই ভাল
        • অবশ্যই! কারণ আমরা যদি আমাদের আসলকে ভূলে যাই তাহলে তো আর মানুষ থাকলাম না!

          পিতা-মাতার যত্ন অবশ্যই নিতে হবে। সবাই আল্লাহ সেই তাওফিক দান করুণ::: ..... আমীন
  • রবিউল হাসান ১৮/০৩/২০১৭
    অসাধারন কবিতা।দু:খ অচল টাকার জন্য আর অভিশাপ তাদের জন্য যারা টাকাটাকে অচল করে রেখেছে।
 
Quantcast