www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি কবি

আমি চাটুকার কবি নই
আমি সত্য বলতে বিচলিত নই।
আমি বলতে জানি ।
আমি লিখতে জানি।
আগের সেই দিন কই?
আগের দেশ প্রেম কই?
সেই আমার মুক্তিযুদ্ধারা কই?
কোথায় আমার শহীদের মাতা?
কোথায় ৭১এর বীর বাঙ্গালী।
কোথায় আমার দেশ প্রেম?
আজ এমন ক্ষণে এসে।
শেখ মুজিব তোমাকে চাই এই দেশে।
আবার আসো এই বাংলাদেশে।
জাগিয়ে দিয়ে যাও লক্ষ কোটি প্রাণ।
আবর তোমাকে চাই।
আবার তোমার ধ্বনি শুনুক এই দেশ।
যত অপরাধী আছে ।
যত আছে গণতন্ত্রের হত্যাকারী।
তারা শেষ হয়ে যাক ।
এখন সোনার বাংলা গড়ব ।
ফিরে এসো এই মাঠে।
ফিরে এসো ধান ক্ষেতে।
ফিরে এসো এই দেশে।।
'
'
আবার একটি বজ্রকণ্ঠি ভাষণ দাও।
আবার একটা সুন্দর স্বপ্ন দাও।
একটি সকাল চাই মুক্তির।
একটি অপরাধ মুক্ত দেশ চাই।
আরো একটি ভাষণ চাই তোমার।
নব্য রাজাকারদের বিরুদ্ধে।
ঐ নব্য সন্ত্রাসীদের রুখতে।
আবার একজন মুজিব চাই।
আরেকটা ভাষণ চাই।
আরেকটা আন্দোলন চাই।
সন্ত্রাস' গুম হতে বাচতে চাই।
জীবনের নিরাপত্তা চাই
স্বাধীনতার মত খাটি স্বাধীনতা চাই।
এই বাংলায় কেন হবে হত্যা
কেন হবে নারীর উপর আক্রমন?
কেন শিশুরা আজ নিরাপদ নয়?
এসব অপরাধ রুখতে।
আবার মুজিব তোমাকে চাই।
আরেকবার স্বাধীনতার ডাক দাও।
আজ আমরা তোমার গুনগান গাই।
তুমি কি চেয়েছিলে তা কি শুনতে পাই?
কেন শুনতে পাই না এখনো?
কেন তোমার বাংলাতে এখনো ওরা?
কেন সন্ত্রাসীর গাড়িতে তোমার পতাকা?
কেন রাজাকার হয় মন্ত্রী?
কেন তোমার বাংলা আজো রক্তাক্ত?
কেন আমার বাংলাদেশে
এখনো হায়েনাদের বসবাস।
কেন তোমার স্বপ্নকে তারা করতে চায় ধুলিশ্বাস।

তোমার মৃত্যু যারা কামনা করেছিল।
আজ তারা কেন মুখোশ ধরলো।
কালো মুখোশে ঢাকা তাদের মুখ।
তাদের তো চিনতে পারি না।
চিনতে কষ্ট হয় ।
মুজিব আবার চাই তোমাকে
আসো বলে যাও।
অপরাধীদের কি হবে
৭১ এর কালো চেহারা গুলো
৭২থেকে ৭৫এর সময় বাদ যাবে কেন?
তোমার খুনের বিচার আমরা করেছি।
আবার এসো ।
আরেকবার লড়াই করি।
আরেকবার মরি ।
আমার মায়ের বাংলাকে গড়ি।
হে সোনার বাংলার কারিগর।
শুনতে কি পাও?
তোমার সোনার বাংলাতে আবার যুদ্ধ করব।
দূর করব ৭১ এর হায়েনাদের ।
দূর করব নব্য সন্ত্রাসীদের।
আজ যারা বোনের উপর আক্রমন করে
আজ যারা তোমার দেশ নিয়ে ছিনিমিনি খেলে।
আজ যারা দেশে বোমা ফাটায়।
যারা মায়ের আচলে দিয়েছে কালির দাঘ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast