www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তারুণ্য ব্লগের ছাতুখোরদের কাছে আমার আহ্বান

ছাতুর অশেষ খাদ্যগুণের কথা আমাদের সবারই জানা। গ্রীষ্মকালে ছাতুর শরবত অসীম শক্তিদায়ক। ছোট-হাজারি ( ব্রেকফ্যাস্ট ) বা বড়ো-হাজারি ( ল্যান-শ / ডিন্যার ) হিসেবে পেঁয়াজ-লঙ্কা-ধনেপাতা সহযোগে ছাতুমাখা খুবই জনপ্রিয়। শরীর থেকে অতিরিক্ত মেদ হ্রাসে ছাতুর কোন বিকল্প নেই।এর হাজারো গুণের কথা এক বার বলতে শুরু করলে আর শেষ হবে না।



যাই হোক - তারুণ্য ব্লগের ছাতুখোরদের কাছে আমার একটাই প্রশ্ন। ছাতা যদি আম্ব্রেলা হয় তবে ছাতু আম্ব্রেলু নয় কেন? ছাতু খাওয়ার সময় তোমাদের মস্তিষ্কে এই প্রশ্নটির উদয় হয়নি কখনো??

বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১৩৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast