পালানোর পথ নেই
    উন্নত দেশগুলিতে স্থায়ী আমানত এবং সেভিংসে সুদের হার যথা ক্রমে একশত টাকায় দুই টাকা এবং একশত টাকায় পাঁচ পয়সা। আবার উন্নয়নশীল দেশগুলিতে স্থায়ী আমানত এবং সেভিংসে সুদের হার যথা ক্রমে একশত টাকায় সাড়ে সাত টাকা এবং একশত টাকায় চার টাকা। অতএব - আগামী দিনে আমাদের অর্থাৎ উন্নয়নশীল দেশগুলির সাধারণ মানুষদের বেঁচে থাকতে গেলে একুইটি ছাড়া গতি নেই। আমাদের মনে রাখতে হবে যে অর্থনৈতিক উন্নতির সাথে ব্যাঙ্ক আমানতের সুদের হার বিপরীতানুপাতিক। 
( ছবিতে যে মেয়েটি কাঁধে মা্থা রেখে আছে সে একুইটি বোঝাচ্ছে এবং যে মেয়েটি দূরে বসে আছে সে ডেট মার্কেট বোঝাচ্ছে। )
 
( ছবিতে যে মেয়েটি কাঁধে মা্থা রেখে আছে সে একুইটি বোঝাচ্ছে এবং যে মেয়েটি দূরে বসে আছে সে ডেট মার্কেট বোঝাচ্ছে। )
 
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        মিজান রহমান ১৭/০২/২০১৫Nice
- 
        স্বপন রোজারিও(১) ১৭/০২/২০১৫ঠিকই বলেছেন।
- 
        জহির রহমান ১৭/০২/২০১৫সুন্দর বলেছেন!
 
 ছবির মেয়ে দুইটি একটি মেয়েরই কপি।
- 
        সবুজ আহমেদ কক্স ১৭/০২/২০১৫ভালো লাগলো


