ক্রেডেট কার্ডের সাহায্যে বছরে 15 থেকে 25 হাজার টাকা সাশ্রয়ের গোপন রহস্য তারুণ্য ব্লগে প্রথম বার
    রামবাবু এক জন নিম্ন আয়ের সাধারণ মানুষ। উনি কিভাবে বিভিন্ন ক্রেডেট কার্ড ব্যবহার করে বছরে হাজার হাজার টাকা সেভ করছেন তা আজকে আমরা দেখব ওনারই কেস স্টাডির সাহায্যে। উনি তিনটি ব্যাঙ্কের কার্ড ইউজ করেন যাদের নাম যথা ক্রমে  স্ট্যান্ডার্ড চার্টার্ড রেড ( R ), সিটিব্যাঙ্ক গ্রীন ( G ), এবং য়্যামেরেক্যান এক্সপ্রেস  ব্লু ( B ) - আলোচনার সুবিধার্থে। নিচের সারণীটি ভালো ভাবে লক্ষ্য করা যাক এক বার। 
রামবাবু তো দেখি বছরে 16,800 টাকাই সেভ করে ফেলেছেন! ওয়াওওওওও!!!!!
| সিরিয়াল | স্পেন্ডিং ক্যাটেগরে | কার্ডের নাম | ভ্যালু প্রপজেশ্ন | স্পেন্ডিং য়্যামাউন্ট পার মান্থ | মান্থলি সেভড সাম | ইয়ার্লি সেভিংস | 
| 1. | য়্যাপারেল | R | সমস্ত রেটেল স্পেন্ডে 5% ক্যাশ ব্যাক | ₹ 2,000 | ₹ 100 | ₹ 1,200 | 
| 2. | ওয়াইন-য়্যান-ডাইন | G | সব রেঁস্ত্রতে 10% ক্যাশ ব্যাক | ₹ 5,000 | ₹ 600 | ₹ 7,200 | 
| 3. | ডেপার্টমেন্টাল স্টোর্স | R | সমস্ত রেটেল স্পেন্ডে 5% ক্যাশ ব্যাক | ₹ 4,000 | ₹ 200 | ₹ 2,400 | 
| 4. | ফুয়েল | B | গ্যাস স্টেশনগুলিতে 5% ক্যাশ ব্যাক | ₹ 5,000 | ₹ 125 | ₹ 1,500 | 
| 5. | মুভিজ-য়্যান-মাস্তি | G | পাব, পুল, বৌলিং য়্যালে, ডিস্ক, মাল্টায়প্লেক্স, য়্যামুজমেন্ট পার্ক, জিম, স্পা, ইত্যাদিতে 10% ক্যাশ ব্যাক | ₹ 2,000 | ₹ 200 | ₹ 2,400 | 
| 6. | ইউটিলিটি বিল্স | B | এলেক্ট্রেসেটে, স্যাটেলায়ট টিভি, ওয়াটার, এলপিজি, ব্রডব্যান্ড, ল্যান্ডলায়ন, মোবায়ল, ইত্যাদি অত্যাবশ্যক পরিষেবায় 5% ক্যাশ ব্যাক | ₹ 3,500 | ₹ 175 | ₹ 2,100 | 
| টোট্যাল | ₹ 21,500 | ₹ 1,400 | ₹ 16,800 | 
রামবাবু তো দেখি বছরে 16,800 টাকাই সেভ করে ফেলেছেন! ওয়াওওওওও!!!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
- 
        স্বপন শর্মা ২৯/০১/২০১৫HIsab ta valo
- 
        হাসান ইমতি ২৫/০১/২০১৫এসব খরচ না করলে তো পুরোটাই সেভ হা হা হা
- 
        সবুজ আহমেদ কক্স ২৫/০১/২০১৫valo lekhachen
- 
        আবিদ আল আহসান ২৪/০১/২০১৫বুঝলাম না


