www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

♥♥ -- চাঁদের বি য়ে -- ♥♥

......................................
______________________

     লতায়ঘেরা বানাবো বসার ঘর,
বিশ্রামঘরে সাজাবো কিছু পাতাবাহার
     সমুদ্রজল, জোয়ার গর্জন প্রহর;
দলবেঁধে প্রাণবন্ত, খোলাই রবে দুয়ার।

    বালিতটে দুদণ্ড এলিয়ে শরীর,
ভেজা ভোর কিংবা গোধূলির বেলায়
    সাঁতারে পাবেই দেখা জলপরীর,
বারমাসি উচ্ছাস, উৎসবমুখর মেলায়।

 বৃষ্টিবেলা দেখে নিয়ো জলের নূপুর,
বারান্দাতে দাঁড়িয়ো, ফোঁটা দিবে সায়
  কর্মহীন, ঘর্মবিহীন নরম এক দুপুর;
গভীর বন্দর ছেড়ে তেড়ে আসা বায়।

  ফুলঘ্রাণ আর পাখিরবে স্বপ্নমুখর,
শুদ্ধচেতন চর্চায়, রঙিন বর্ণিল সুদিন
  তুলনাহীন পদচারণ সরবে প্রখর,
প্রাণভরে সুখছোঁয়া লভিয়ো অমলিন

    নীরবতা নামবে যখন শহরময়,
শামুক ঝিনুকের খোলসে অস্থির চাঁদ!
  বালিয়াড়ি মরীচিকা যত অয়োময়,
নির্বিঘ্ন প্রভাবহী প্লাবন ভাঙ্গবেই বাঁধ।

   এসো তবে মনোমত সেইক্ষণে,
বাতাসের ভরে আরো হাসিখুশি নিয়ে
   মধুরভাষী রাতকথার ময়ূরাসনে,
পূর্ণিমাহীন রাতেই দেবো চাঁদের বিয়ে।
========♠♠♠=======
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৭/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রিয় একটি লেখা আমার :)
  • ২৯/০৪/২০১৫
    চমৎকার লেখা ।
  • সবুজ আহমেদ কক্স ২৮/০৪/২০১৫
    মুগ্ধকর লিখা
    পড়ে খুবই ভাল লগালো
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    প্রিয়তে রেখে দিলাম
  • নাজমুল আহসান ২৭/০৪/২০১৫
    রঙিণ বর্ণিল সুদিন
 
Quantcast