www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অণুতে স্পর্শ ও স্পর্শেই মৃত্যু



পাগল করা ছেলে, তুই চোখ ছুঁলি যেই;
সেই মূহুর্তেই মুহুর্তের জন্যই মরে গেছিলাম আমি।
এক মুহুর্তে থেঁতলে মারতে পারিস তুই।
কোটি কোটি জীবন সুখের চেয়ে,
এসব মুহুর্তের জন্য মৃত্যু ভালো......
                  ....... ঢেড় ভালো এসব মৃত্যু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩১৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পাতার পর পাতার চেয়ে , ঢেড় ভালো ছোটো কবিতা
  • অগ্নিপক্ষ ০৪/১২/২০১৪
    আরেকটূ নিচে নামা যায় না?!
    • আপনার মন্তব্যটি আমার ঠিক লাগছে না। সঠিক ব্যাখ্যা দিন , নয়তো
    • রেনেসাঁ সাহা ০৪/১২/২০১৪
      আপনার কথাটার মানেটা বুঝলাম না।
      • অগ্নিপক্ষ ০৪/১২/২০১৪
        তুই চোখ ছুঁলি যেই.....!!!!!
  • দারুণ রোমান্টিক।
  • আবু সাহেদ সরকার ২৩/১১/২০১৪
    স্বাগতম তারুণ্যে। ছোট্টর মাঝে অনেক জ্ঞান গর্ব কথা বলেছেন কবি। ভালই লাগলো। আমার পাতায় আসবেন।
  • মাঝে মাঝে মনে হয় এরকম একটু আধটু সুখের মরা মরতে পারতাম। বেশ সুখের অনুভুতিময় লেখা ভালো লাগলো.........................
  • প্রায় দার্শনিকদের মত স্বল্প কথায় শ্মাশত আবেগের যে উচ্ছ্বাস তাতে সত্যিই মুগ্ধ হয়ে পারা যায় না! ধন্যবাদ এমন সুন্দর কবিতার জন্য।
    • রেনেসাঁ সাহা ২০/১১/২০১৪
      ধন্যবাদ জানবেন।
      • আমার আগের মন্তেব্যে হবে- ‘মুগ্ধ না হয়ে পারা যায় না’। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

        ধন্যবাদ।
  • মোঃ আবদুল করিম ১৮/১১/২০১৪
    অসাধারন, এমন মুহূর্তে সত্যি মৃত্যুতে স্বর্গ রচিত
  • অনিরুদ্ধ বুলবুল ১৭/১১/২০১৪
    সেকেন্ডের বীট বন্ধ হওয়া তো একজাতীয় মৃত্যুই বটে - এমন সুখের মরণ কে না চায়? এক টুকরো ভাল লাগা বেশ উপভোগ্য হয়েছে।

    শুভরাত্রি।
 
Quantcast