কবি থাকবে
জাতীয় কবির জন্য
গর্বিত ত্রিশাল ভূমি
আধুনিকতায় ধন্য।
কিশোর কবির ঘর
স্মৃতিমাখা পণ্য রাখা
দেখছি যুগের পর।
জনপথ আলোকিত
নানা স্থাপনা পেয়ে
ত্রিশালবাসীও প্রীত।
এই এলাকার মাটি
কবির পদধূলি করে
সোনা ফলা খাটি।
কবি আছেন থাকবে
ত্রিশালবাসী অন্তরে
কবিকে ধরে রাখবে।
তারিখ- ০৪-০৫-২০২৫
গর্বিত ত্রিশাল ভূমি
আধুনিকতায় ধন্য।
কিশোর কবির ঘর
স্মৃতিমাখা পণ্য রাখা
দেখছি যুগের পর।
জনপথ আলোকিত
নানা স্থাপনা পেয়ে
ত্রিশালবাসীও প্রীত।
এই এলাকার মাটি
কবির পদধূলি করে
সোনা ফলা খাটি।
কবি আছেন থাকবে
ত্রিশালবাসী অন্তরে
কবিকে ধরে রাখবে।
তারিখ- ০৪-০৫-২০২৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল্লাহসাকি ১১/০৫/২০২৫হ্যাঁ! সত্যি।
-
আমি-তারেক ১১/০৫/২০২৫বেশ সুন্দর ভাব্না
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০৫/২০২৫দারুণ কাব্য
-
ফয়জুল মহী ১০/০৫/২০২৫দারুণ উপস্থাপন।