www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রলয় সৌধের তীরে

মধ্যরাত,
ঘুম
ভেঙে আধো ঘোরে জানালা দিয়ে দূরে তাকিয়ে অবাক
ঐ চন্দ্র দেখে ।
নিজে নিঃস্ব, তবু দাবানল দহন ।
নিজের ছায়াতে নিজেই অবাক ।


পৃথিবীর বুকে কোন এক অবাক
প্রাণি ।মৃত্তিকা বিনির্মাণ বিনম্র
বিন্দুতে দাড়িয়ে নিজের
অস্তিত্বে সন্দিহান ।দূর দ্বীপ
জলের খেলা তার মাঝে পথিকের
ভেলা ।


আধারে তীর্থযাত্রি আমি একা ।
পথ
দ্বিরুক্তের স্বরে ধাবমান পথিকের
চলা ।
ওপারে হাহাকারের চাঞ্চল্য
আভা শুধু আমি ছাড়া ।
কারো নিয়ন
আলো কারো নিয়ত মাটির প্রদীপ



দীপ্ত শিখা হারিয়ে দিশা ছুটে যায়
দিগ্বিদিক আমি সৈনিক ।দিব
ক্ষিপ্ত
ছোবল ঐ দেখ, দেখ পাথরের
অবয়ব
সবল ।
এই যে মানব মনের আবেগের
ঝঞ্ঝাল



বলি পথিকের কথা
শতবছরের হিসেব মিছে, নয়
তো হাজার বছরের পথ চলা ।
আমি চলেছি পথ পিছনে ফেলে সব
সুখের টান, দুঃখের বাঁধন ।শৈশবের
কোমল হাত, মায়ের আদরে ছিল
স্বাদ



একদিনের রণ হুংকার, আমি যুবক
ভেঙে দেব সব শিকল স্তবকের
ধিঙ্কার ।মানবীর মাটির দেহ
স্পর্শ
করে দেখি আগুনের ফুল্কি, এ
অন্য
রকম সুখ কি?


তবু চলেছি পথ পথিক নয়,
প্রকৃতির
নিয়মে ।


এক পড়ন্ত বিকেল বেলা,
চশমা খুলে,
আকাশের
দিকে তাকিয়ে ,ঝাপসা আধার
বসবাসের ইঙ্গিত দুচোখে ।
বার্ধক্যের ভাঙা শেকল
আজ দু'পায়ে তাই আমি অশোভিত
বন্দী ।


দূর অতীতের আগামি,আগামীর
বর্তমান একজোড় হয়ে ক্লান্ত
হুংকারে নিজেকে অসহায়
করে বলে,
পথিকের পথ আজ শ্রান্তির পথে ।
বিলীন দগ্ধ নৈমন্তিক
ভাবনা নিজের
ছায়ায় আজো খুজে পায়নি মায়া ।
বন্ধন বধির হয়ে বাস্তবের
আঙিনায়
ধুঁকে ধুঁকে মরে ।


পথিক পথের
অন্তরালে প্রতিবিম্বের
প্রতিচ্ছবি হয়ে ভবঘুরের
অবসানের
প্রতিক্ষায়...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast