www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি

জানিনা কাহারে খুঁজিতে আজিকে কলম
লইয়াছি হাতে,
জানিনা কাহারে দেখিতে কোথায়
চল'ছি আঁধার রাতে,
যেথা' পথ পাই শুধু হেটে' যাই,
কাগজ পেলেই শুধু লেখি তাই,
কবি বলে ভাই মোর এ' জীবন শুধু
কবিতার সাথে,
জড়া'য়ে রেখে'ছি ধরার
মাঝেতে লেখার আলোকপাতে।

এই আমি আজ কলম
ধরিয়া লিখে'ছি অনেক লিখা,
হয়তো তাহা কাহারো লাগিয়া হ'য়েছে অগ্নিশিখা,
মনকে বুঝা'তে বলে' যাই সবি,
নহে নহে আমি কোন মহাকবি,
হতে পারি কভু যদি গড়ে প্রভু.
মাধ্যমা-অনামিকা,
একসাথে করে'
লিখিতে চাই'ছি নন্দিত সব লিখা।

প্রকৃতির সাথে হাতে হাত রেখে'
কোথা' চলি নাহি জানি,
কাহার তরেতে লিখিবো কবিতা.
কহিবো আমার বাণী,
কোন সে ষোড়শী প্রতিদিন ভোরে,
কুহেলিকা ভেদি' এসে মোর দ্বোরে,
খুঁজিবে আমায়, এই মোর
সাথে তাহার জীবনখানি,
বাঁধিতে চাহিবে আপন
আঁচলে মুছিয়া চোখের পানি।

তাহার তরেতে বলে'
যা'বো আমি আমার সকল কথা,
যদিও এহেন হ'বেনা কখনো এ
মহা অসঙ্গতা,
কেন কেন? শুধু কহিতে পারিবে,
জবাবটা তার কভু না আসিবে,
এ মহা স্বপ্ন দেখে যাই আমি মানব জনম
প্রথা,
স্বপ্নের মাঝেই
দেখি কে জনা হ'য়েছে স্বর্ণলতা।

কি লিখিবো আজি! কলম-
কাগজে উদিত হয়না রবি,
কি লিখিবো আজি দুঃখ
বিষাদে হারিয়েছি ভাষা সবি,
কিসের দুঃখ কিসের জ্বালা?
কেউ মোর
লাগি গাঁথেনাকো মালা,
কেউতো আঁকেনা কাহারো হৃদয়ে এই
অধমের ছবি,
কেউতো বলেনা তাই আপনায়
আপনারেই বলি কবি।


# আমি দুঃখ প্রিয় মানুষ বলে দুঃখের
কবিতা বা গল্প লিখতে পছন্দ করি। এই
কবিতাটি ২০১০
ইংরেজি সালে লিখা একটি কবিতা।
সাধারণ ভাবে পড়লে কেউ বুঝবেন
না। হৃদয় দিয়ে পড়তে হবে।
এই কবিতাটি তারাই পড়বেন,
যারা কবিতা পড়েন-কবিতা বুঝেন-
কবিতা ভালবাসেন।
আর ভালো লাগলে জানাবেন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১২/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রনবেশ ২৩/১২/২০১৪
    খুব mesmeric লিখেছেন। এগিয়ে যান সার এভাবেই, আপনার লিখা এই প্রথম বার পড়লাম। খুব expressive.
  • অনিরুদ্ধ বুলবুল ১২/১২/২০১৪
    অবশ্যি ভাল লেগেছে। দুঃখবোধের যন্ত্রণায়ই অমর কাব্য লুকিয়ে আছে। আপনি খনন করে যান - আকরিক শেষে সোনা পেয়ে যাবেন। কবিতাটি বড় হয়ে গেছে আর একটু যত্নের প্রয়োজন।

    আপনার মধ্যে স্বভাবজাত কাব্যিকতা আছে তাই আপনি পারবেন। বেশী বেশী পড়ুন, কম কম লিখুন দেখবেন দিনে দিনে উন্নত হয়ে উঠছে।

    ভাল থাকুন।
    • আবিদ আল আহসান ১৪/১২/২০১৪
      আপনি কথা দিন যে আমার পাশে থাকবেন.
      তাহলে আমি এগিয়ে যাবো ইনশাআল্লাহ
      • অনিরুদ্ধ বুলবুল ১৪/১২/২০১৪
        কেউ কারো পাশে সর্বদা থাকতে পারে না ভাই। তবে একটা কথা - কম লিখুন বেশী পড়ুন। লেখা পোস্ট করার আগে সময় নিন, বারবার পড়ুন আর সংশোধন করতে থাকুন। কয়েকদিন পর দেখেবন; ওই কবিতাটিই প্রথম লেখাটার চেয়ে অনেক পূর্ণ লেখা হয়ে উঠেছে।

        ধন্যবাদ।
  • দুঃখ তো সৃষ্টিকর্তার নিয়ামতের একটি। তাই, একে পছন্দ করাও স্বাভাবিক। সত্যিই সুন্দর প্রকাশ, আপনার কাব্যিক ভাব।
  • কবিতাটি অনেক সুন্দর হয়েছে। সত্যি একজন কবির ভাব এই কবিতা পড়লে আপনার মধ্যে পাই। তবে শেষের লেখা গুলো আমার একদম পছন্দ হয় নি।
    • আবিদ আল আহসান ১২/১২/২০১৪
      হ্যাঁ.প্রোবলেমটা হচ্ছে এটা লিখেছিলাম ফেসবুকে, ওখানে কেউ কবিতা পড়েনা বিধেয় শেষের লিখাটা লিখেছি। আর ওখান থেকে কপি করে আনতে ওইটা কাটতে ভুলে গেছি
  • আসোয়াদ লোদি ১০/১২/২০১৪
    দুঃখবোধের সাবলীল প্রকাশ ।
  • সুদীপ্তবিশ্বাস ০৯/১২/২০১৪
    বেশ লাগল
 
Quantcast