www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শব্দশুন্য কফিঘর

শহুরে আলোগুলো নিভছে ক্রমশ
কোলাহলও ডুবে যাচেছ শব্দশুন্য  সমুদ্রে ,
ক্যাম্পাসের কফিঘরটা এখন সে  সমুদ্রে গা ভাসাচেছ
নিস্তব্ধ সঙ্গিহীন শহরের সঙ্গি কেবল ল্যাম্পপোস্টের কিছু আলো
সে আলোর চারিধারে অস্পর্শী  আধারির উপস্থিতি;
আলো আধারির ধুম্র খেলায় রাত হাটছে গভীরতার  পথে
সময়ের ক্ষণগণনায় ঘড়িটা বেজে ওঠছে প্রতি ঘন্টায়
আর কিছু্ক্ষন এরপর অপেক্ষারও প্রস্থান হবে
কফিঘর হবে সরগরম ,
সুর্যালোক গায়ে মেখে হাটব বাড়ির পথে
সঙ্গে নেব কফিঘরের কিছু অনুভুতি
ফেরার ট্রেনটি ব্যাকুল হয়ে দাড়িয়ে আছে,
যাচ্ছি শেকড়ের টানে
চির সবুজের ঘ্রাণে
মনের শব্দশূন্য কফিঘরটি হয়তো কিছূটা পূর্ণ হবে l
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast