জল কুমারী
জল কুমারী
আব্দুল কাদির মিয়া
===============
জল কুমারী রুপসী মেয়ে
তোমার কোন পাহাড়ে ঘর গো,
বনলতা নদ ছোঁয়া ধরে,
অরুনা গাঁয়ের হাওর ঘুরে-
তুমি কোন সখী সই নদীর খোঁজে,
ভাটির দেশে বইছো।
তোমার অঙ্গ দু-কূল ভরা,
আঁকাবাঁকা সাজ ফোয়ারা-
কাশবনে সেই স্বর্গ পুরী-
কোথাও গাঁয়ের মেল।
গাইছে বটের কোল সে ধরে-
পানসি উড়া পালটা ধরে,
গাইছে ঝরা চাঁদনি চাঁদে-
সেতো উজান কবিয়াল।
মাছ রাঙা সেই মৎস্য খোয়াড়-
লগায় বসে ডাকছে জোয়ার,
কোন সে কুমার তোমার স্বামী -
যৌবনে তাঁর জল।
ভরলো তোমার কানায় ধরে-
সুন্দরে তরঙ্গ নেড়ে,
কল কলো স্রোত ধবলী চড়ের-
পাড় ঘেষা দু-কূল।
জল কুমারী ওগো তোমার নদী-
নদের কুমার ভরলো যদি,
দুই মিলনে দু পাড় জুড়ে-
সেথা পড়লো রবির ধুম।
শস্য যেন শীতের কুহায়-
লয় কেড়ে তাঁর রোদ্র পোহায়,
ভাটায় তোমার বাঁওড় ঘিরে-
পোলোয় মাছের ধুম।
ওগো জল কুমারী রুপসী মেয়ে,
তোমার ঝর্ণাতে সেই সুখ,
পাই খুঁজে মন চোখের দেখায়-
সব ধুয়ে তাঁর দুঃখ।
তুমিই আষাঢ় বর্ষা ভাসা-
ঢেউ দু-কূলের সর্বনাশা,
তুমিই সে নদীর জল।
যার হেমন্তে ভোর নিশি মাখা-
নিরাগ বুকে শিশির ঢাকা,
শুক্ল চাঁদের পূর্ণিমাতে-
তরঙ্গ কল কল।
আব্দুল কাদির মিয়া
===============
জল কুমারী রুপসী মেয়ে
তোমার কোন পাহাড়ে ঘর গো,
বনলতা নদ ছোঁয়া ধরে,
অরুনা গাঁয়ের হাওর ঘুরে-
তুমি কোন সখী সই নদীর খোঁজে,
ভাটির দেশে বইছো।
তোমার অঙ্গ দু-কূল ভরা,
আঁকাবাঁকা সাজ ফোয়ারা-
কাশবনে সেই স্বর্গ পুরী-
কোথাও গাঁয়ের মেল।
গাইছে বটের কোল সে ধরে-
পানসি উড়া পালটা ধরে,
গাইছে ঝরা চাঁদনি চাঁদে-
সেতো উজান কবিয়াল।
মাছ রাঙা সেই মৎস্য খোয়াড়-
লগায় বসে ডাকছে জোয়ার,
কোন সে কুমার তোমার স্বামী -
যৌবনে তাঁর জল।
ভরলো তোমার কানায় ধরে-
সুন্দরে তরঙ্গ নেড়ে,
কল কলো স্রোত ধবলী চড়ের-
পাড় ঘেষা দু-কূল।
জল কুমারী ওগো তোমার নদী-
নদের কুমার ভরলো যদি,
দুই মিলনে দু পাড় জুড়ে-
সেথা পড়লো রবির ধুম।
শস্য যেন শীতের কুহায়-
লয় কেড়ে তাঁর রোদ্র পোহায়,
ভাটায় তোমার বাঁওড় ঘিরে-
পোলোয় মাছের ধুম।
ওগো জল কুমারী রুপসী মেয়ে,
তোমার ঝর্ণাতে সেই সুখ,
পাই খুঁজে মন চোখের দেখায়-
সব ধুয়ে তাঁর দুঃখ।
তুমিই আষাঢ় বর্ষা ভাসা-
ঢেউ দু-কূলের সর্বনাশা,
তুমিই সে নদীর জল।
যার হেমন্তে ভোর নিশি মাখা-
নিরাগ বুকে শিশির ঢাকা,
শুক্ল চাঁদের পূর্ণিমাতে-
তরঙ্গ কল কল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১০/১১/২০২৫অসাধারণ অনুভূতি প্রকাশ!
