www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাউয়া

কাউয়া
আব্দুল কাদির মিয়া
===============
এতো তাড়া কিরে কাউয়া?
মিটিং আছে বিষয় ডেউয়া।
জাতীয় ফলে চায় দিতে নাম-
শালিক শকুন চিল।

আমার জাতের সনদ ওরা-
থাবা চিলে শকুন মরা,
খায় শালিকে টাট্টি ছড়া-
যার লগে তাঁর মিল।

বলতো তোতা বিচার দিলাম-
ধর আমি সব মাইন্না নিলাম,
শালিক শকুন চিল ওরা দেখ,
তিন জাতে তিন দল।

জাতের এক এক মরলে তিনে-
ঘিন ধরা জাত মরার দিনে,
আইলো কি কেউ দেখতে তাঁদের,
তবে কিসের ডেউয়া ফল।

নাম লইবো তাঁর জাতীর তরে-
গৃধ্‌র খাদর বাজের পরে।
আর একটা কাউয়া মরলে-
কা-কায় কান্দে শত দল।

আরে যদিও আমার-
জাতটা কালা,
নীতি সবার চাইতে বালা,
তবে মরা যে আমি-
না খাই তা না,
তাই কিছু দূর্বল।

তবে তোতা তোমার-
নাই কোনো দোষ,
খাও তুমি সব ফল।
সালাম কালাম বলো-
মুখে আদবে সকল।


তাই টুকটুকে লাল ডেউয়া-
যদি তোমার নামে হয়,
তবে সব পাখির ঐ-
জাতীয় সে ফল-
সুন্দরে পায় জয়।

আমরা কাউয়া দাড় পাতি দুই-
এক কথা কা-কা,
ডেউয়া তোতার জাতীয় ফল কেউ-
খাইলে খা- না- খা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১১/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast