আধলা টিকেট
আধলা টিকেট
আব্দুল কাদির মিয়া
===============
আধলা টিকেট
শ্বাসের গাড়ি,
অল্প ক্ষণের-
হাট বাজারে,
লইবে চিনে মন্দ ভালো-
মনটা যাহা চায়।
পুটলি বাঁধা-
ছুটলে গাড়ি,
ফিরবেনা আর এই বাজারে,
ঘাটের মাঝি মাল বুঝিয়া-
সেই ঘাটেই ভিড়ায়।
আধলা টিকেট বেলায় বুড়া-
কিনলো কি তাঁর-
ঝোলায় ভরা,
দেখলো কি তাঁর কিছুই মনের-
চক্ষু মেলিয়া।
যার নিত্তি কাঁটায় ওজন তুলে-
মান বুঝিয়া পারের কূলে,
মিলবে তো সেই আস্ত টিকেট-
পুটলি খুলিয়ারে-
পুটলি খুলিয়া।
সেইতো টিকেট একটা সবুজ-
একটা তুখোড় লাল।
উড়বে সবুজ বোরাক চড়ে-
নহর শুধায় পরাণ জুড়ে,
মৃত্যুহীন এক স্বর্গ পুরী-
পাবে রত্ন কানন দান রে-
রত্ন কানন দান।
লাল টিকেটের ঘাট প্রহরী-
কুন্ডে জ্বলা ডাকবে গাড়ি,
তুলবে টেনে নীল কালো শ্বেত-
জ্বলায় তুলে শান।
ফেলবে তাঁরে তলায় ছোঁড়ে-
মরবেনা আর-
ভষ্ম পুড়ে,
অনন্ত জীবন রে পরাণ-
অনন্ত জীবন।
আব্দুল কাদির মিয়া
===============
আধলা টিকেট
শ্বাসের গাড়ি,
অল্প ক্ষণের-
হাট বাজারে,
লইবে চিনে মন্দ ভালো-
মনটা যাহা চায়।
পুটলি বাঁধা-
ছুটলে গাড়ি,
ফিরবেনা আর এই বাজারে,
ঘাটের মাঝি মাল বুঝিয়া-
সেই ঘাটেই ভিড়ায়।
আধলা টিকেট বেলায় বুড়া-
কিনলো কি তাঁর-
ঝোলায় ভরা,
দেখলো কি তাঁর কিছুই মনের-
চক্ষু মেলিয়া।
যার নিত্তি কাঁটায় ওজন তুলে-
মান বুঝিয়া পারের কূলে,
মিলবে তো সেই আস্ত টিকেট-
পুটলি খুলিয়ারে-
পুটলি খুলিয়া।
সেইতো টিকেট একটা সবুজ-
একটা তুখোড় লাল।
উড়বে সবুজ বোরাক চড়ে-
নহর শুধায় পরাণ জুড়ে,
মৃত্যুহীন এক স্বর্গ পুরী-
পাবে রত্ন কানন দান রে-
রত্ন কানন দান।
লাল টিকেটের ঘাট প্রহরী-
কুন্ডে জ্বলা ডাকবে গাড়ি,
তুলবে টেনে নীল কালো শ্বেত-
জ্বলায় তুলে শান।
ফেলবে তাঁরে তলায় ছোঁড়ে-
মরবেনা আর-
ভষ্ম পুড়ে,
অনন্ত জীবন রে পরাণ-
অনন্ত জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৯/১০/২০২৫বাহ্ দারুণ প্রকাশ, মুগ্ধতা পাঠে, খুব ভালো লাগলো