www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হৃদয় বাণে বিদ্ধ

হৃদয় বাণে বিদ্ধ
আব্দুল কাদির মিয়া
===============
ওগো মেঘের পাখিরা
কেন পাখা মেলে নীলে নীলে উড়ছো।

নীরবের নীরবতা আকাশের সুন্দরে,
কালো রঙ ঢেকে দিয়ে-
বৃষ্টির ফুটা ফুটা-
কেনোইবা ঢল হয়ে পড়ছো।

আজ আমার স্মরণের কবিতা,
শরতের ছবি আঁকা,
শিশিরের জড়া ফুলে,
ঝলমল অরুণের আলাপন।

দল ছুটা বাতাসের দূরন্ত এলোমেলো,
কখন পাতায় পাতায় ভরা-
লিখে নিলো লিখুনিটা,
কার দিকে চেয়ে যেন ঢেলে মন।

সোনার সোনালী সেতো-
হাসি ধরা মণিহার,
তুমি জল পড়া রাঙা পায়ে নাড়ছো,
তাইতো বুঝেছি আমি,
ওগো বৃষ্টি কেন তুমি উড়ে উড়ে-
ফুটা ফুটা-
ঢল হয়ে কার পরে পড়ছো।

সিক্ত জানালার ফাঁকে-
ঐ খেয়ালের দুটি চোখ,
কখন হারিয়ে গেছে,
ডাঙা জলে ফুটন্ত পানা ফুলের-
গুচ্ছ কুমারির প্রান্তে অদূর।

সেই প্রভাত কাননের উড়া,
নীল ভ্রুমরের গুঞ্জন,
যেন এক কনকনে সুরের অসি ধার,
কর্ণ শ্রবনে শুধা মায়াবি খঞ্জরে,
ক্ষত আমার হৃদয়ের দোর।

সেতো কখন জানিনা-
আমার শরতের পাতা,
বদলে দিয়েছে সেই হলুদের-
আঁচলা ধরা,
কাঞ্চিতে কাঞ্চন,
ঢলে পড়া শশিকান্ত বদনের,
এক দীপ্ত রসায়নে আমি-
হারিয়ে গেছি।

নেই আর সেই কবিতা-
আমি হারিয়ে গেছিগো বহুদূর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/১০/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast