একটি আলো তুমি
একটি আলো তুমি
আব্দুল কাদির মিয়া
===============
একটি আলো তুমি
নিজেই নিজের মতো করে জ্বলছো।
কোথায় লুকাবে তুমি-
নেই খালি এক তিল,
সৃজনের দিশায় কথা বলছো-
তুমি নিজেই নিজের মতো করে জ্বলছো।
অঙ্গে তোমার অঙ্গ ভরা,
যে অঙ্গেতে নিখিল ধরা,
নেই সে তুমি কিছুই ছাড়া,
তাই সে সুবহান।
তোমার গুণ গননে নেই সে কলম,
খাতা ই তোমার জাহান আলম,
কালির বোতল নিজেই তুমি-
দয়ায় রহমান।
এইতো দেখি বৃষ্টি পড়ে,
এক মধু সুর চালায় ধরে,
পাতায় পড়া একটু বদল-
মাটির গড়াগড়ি।
নদীর পরে টাপুর-টুপুর,
বালু চড়য়ে থেতল ধুপর,
সবগুলো সেই একই ঝলমল,
তোমার রুপের মনোহরে।
নেই তুমি আর গোপন রথে,
এই দেখি মন চাওয়ার চোখে,
দেখছি যাহা দুচোখ ভরে,
সবগুলো সেই তোমারই ঘরে,
রাখছো ধরে দেখছো চেয়ে,
সব নিকাশেই পাই।
গগন সুরুজ ভোরের হাসি,
চাঁদ চাঁদুয়া পূর্ণি শশী-
অসংখ্য সেই হাজার নিপুণ,
দক্ষ কারিগর।
কোন সে বলো পরের তরে,
জানি বলবেনা সেই নিজের করে,
লা ইলাহা- গাইরুহু তুমি,
দুই ভব বাতিঘর।
সবি তুমি পালছো-
সবি পালছো,
একটি আলো তুমি-
নিজেই নিজের মতো করে জ্বলছো।
আব্দুল কাদির মিয়া
===============
একটি আলো তুমি
নিজেই নিজের মতো করে জ্বলছো।
কোথায় লুকাবে তুমি-
নেই খালি এক তিল,
সৃজনের দিশায় কথা বলছো-
তুমি নিজেই নিজের মতো করে জ্বলছো।
অঙ্গে তোমার অঙ্গ ভরা,
যে অঙ্গেতে নিখিল ধরা,
নেই সে তুমি কিছুই ছাড়া,
তাই সে সুবহান।
তোমার গুণ গননে নেই সে কলম,
খাতা ই তোমার জাহান আলম,
কালির বোতল নিজেই তুমি-
দয়ায় রহমান।
এইতো দেখি বৃষ্টি পড়ে,
এক মধু সুর চালায় ধরে,
পাতায় পড়া একটু বদল-
মাটির গড়াগড়ি।
নদীর পরে টাপুর-টুপুর,
বালু চড়য়ে থেতল ধুপর,
সবগুলো সেই একই ঝলমল,
তোমার রুপের মনোহরে।
নেই তুমি আর গোপন রথে,
এই দেখি মন চাওয়ার চোখে,
দেখছি যাহা দুচোখ ভরে,
সবগুলো সেই তোমারই ঘরে,
রাখছো ধরে দেখছো চেয়ে,
সব নিকাশেই পাই।
গগন সুরুজ ভোরের হাসি,
চাঁদ চাঁদুয়া পূর্ণি শশী-
অসংখ্য সেই হাজার নিপুণ,
দক্ষ কারিগর।
কোন সে বলো পরের তরে,
জানি বলবেনা সেই নিজের করে,
লা ইলাহা- গাইরুহু তুমি,
দুই ভব বাতিঘর।
সবি তুমি পালছো-
সবি পালছো,
একটি আলো তুমি-
নিজেই নিজের মতো করে জ্বলছো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৬/১০/২০২৫অপূর্ব
-
নুরনবী সরকার ০৬/১০/২০২৫ভালো লাগলো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/১০/২০২৫ভাল লেখা
-
তাবেরী ২৭/০৯/২০২৫অসাধারণ।
-
ফয়জুল মহী ২৬/০৯/২০২৫বাহ্ চমৎকার লিখেছেন
ভালো লাগলো। শুভকামনা রইল। -
রবিউল হাসান ২৬/০৯/২০২৫সুন্দর উপস্থাপনা
