টোকাই আমি
টোকাই আমি
আব্দুল কাদির মিয়া
===============
টোকাই আমি
একটা গোলাপ কিনি প্রতিদিন-
বড় কষ্ট করে কেন জানিনা।
একটা গেন্দা বড় পুড়ছে আমায়,
কেনো এমনি করে কিছু বুঝিনা।
হায়রে পৃথিবী আমার-
হায়রে ভুবন,
কেনো আমি আজ এতো অসহায়।
বলনা সে একবার-
চায় মন জানতে সে,
কে আমি কি আমার পরিচয়।
নেই যার কিছু চাওয়া,
আকাশের তারা পাওয়া,
বুক ফেটে ঐ চোখে রক্ত ঝরে।
অবুঝের এই মন-
কিছুই বুঝেনা তবু,
কেনো যে শুধু শুধু কেঁদেই মরে।
ফুলে ফুলে সে ভরা-
জীবনের স্মৃতিগুলো,
যারি মধু ঝরা স্বপনের বৃষ্টি।
এই শুকনো হৃদয়ে ছোঁয়া-
ঐ নীল সাগরের,
ঢেউগুলো কেড়ে নিলো দৃষ্টি।
যে নয়তো দূর-
শুধু ভাবনারো দূরে।
টোকাই আমি,
তবু দাঁড়িয়ে থাকি কেন-
গেন্দা টা চায় যদি একটু ফিরে।
আমি তাঁরে এক ফুল-
দেবো উপহার,
তাই একটা গোলাপ কিনি-
প্রতিদিন বড় কষ্ট করে।
আব্দুল কাদির মিয়া
===============
টোকাই আমি
একটা গোলাপ কিনি প্রতিদিন-
বড় কষ্ট করে কেন জানিনা।
একটা গেন্দা বড় পুড়ছে আমায়,
কেনো এমনি করে কিছু বুঝিনা।
হায়রে পৃথিবী আমার-
হায়রে ভুবন,
কেনো আমি আজ এতো অসহায়।
বলনা সে একবার-
চায় মন জানতে সে,
কে আমি কি আমার পরিচয়।
নেই যার কিছু চাওয়া,
আকাশের তারা পাওয়া,
বুক ফেটে ঐ চোখে রক্ত ঝরে।
অবুঝের এই মন-
কিছুই বুঝেনা তবু,
কেনো যে শুধু শুধু কেঁদেই মরে।
ফুলে ফুলে সে ভরা-
জীবনের স্মৃতিগুলো,
যারি মধু ঝরা স্বপনের বৃষ্টি।
এই শুকনো হৃদয়ে ছোঁয়া-
ঐ নীল সাগরের,
ঢেউগুলো কেড়ে নিলো দৃষ্টি।
যে নয়তো দূর-
শুধু ভাবনারো দূরে।
টোকাই আমি,
তবু দাঁড়িয়ে থাকি কেন-
গেন্দা টা চায় যদি একটু ফিরে।
আমি তাঁরে এক ফুল-
দেবো উপহার,
তাই একটা গোলাপ কিনি-
প্রতিদিন বড় কষ্ট করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রবিউল হাসান ১৬/০৯/২০২৫গোলাপটি পৌঁছে যাক কাঙ্খিত লক্ষ্যে। শুভ কামনা।