হেইডা কি কন তয়
হেইডা কি কন তয়
আব্দুল কাদির মিয়া
===============
কিরে গদা
হাফ ছেড়ে তুই ছুটলি কোথায়?
টাকু মাথায় পাথির বোজায়।
যাই অহন ভাই পরে কমু,
বেইল যাইতাছে গঞ্জে যামু।
অহন তাড়া,
ব্যাংকের দোয়ার-
দেরি হইলে পরে যদি-
খোলা না পাই,
অনেক কষ্টে জোগাড় করছি,
কাওলা দলিল পাথিতে ভরছি।
বস্তা ভরা টেহা তুইলা,
জনমের দুঃখ করমু বিদায়।
কিরে গদা-
ক সেই কথা?
এই দেখি এক ফাঁদ পাতা।
টাকু মাথার জীবনখানি,
শেষ হবে জেল ঘানি টেন।
জানিসনা দেশ বাসীর ধনে,
রাষ্ট্র চলে নিয়ম মেনে।
কেউ যদি সেই করে হরন,
করতে হবে কারা বরণ।
জাত মান কূল শেষ হবে তাঁর,
কূল ধরিতে পাবেনা পাড়।
এই ছলেতে নাই খ্যাতি সুখ,
শুধুই মরণ ভয়।
এইডা কি কয় ও মিয়া ভাই-
এইডা কি কন তয়?
হল মার্কের হেই বড় সাবের-
কিয়ের ছাতুর ভয়।
টেহা নিলো কোটি কোটি,
গাড়ি বাড়ির তলা,
দশে বিশে সাজায় হোনায়-
ম্যাডাম বউয়ের গলা।
পঙ্খি রাজের রানীর সাজে-
সারা আকাশ উড়ে,
দেশ বিদেশের অলি গলি-
আওলা চুলে ঘুরে।
এবার পাইকারি সব-
আরও টেহা দিব কইয়া,
ব্যাংক দিলো অভয়,
হেইডা কি তয়-
ও মিয়া ভাই,
হেইডা কি কন তয়?
আব্দুল কাদির মিয়া
===============
কিরে গদা
হাফ ছেড়ে তুই ছুটলি কোথায়?
টাকু মাথায় পাথির বোজায়।
যাই অহন ভাই পরে কমু,
বেইল যাইতাছে গঞ্জে যামু।
অহন তাড়া,
ব্যাংকের দোয়ার-
দেরি হইলে পরে যদি-
খোলা না পাই,
অনেক কষ্টে জোগাড় করছি,
কাওলা দলিল পাথিতে ভরছি।
বস্তা ভরা টেহা তুইলা,
জনমের দুঃখ করমু বিদায়।
কিরে গদা-
ক সেই কথা?
এই দেখি এক ফাঁদ পাতা।
টাকু মাথার জীবনখানি,
শেষ হবে জেল ঘানি টেন।
জানিসনা দেশ বাসীর ধনে,
রাষ্ট্র চলে নিয়ম মেনে।
কেউ যদি সেই করে হরন,
করতে হবে কারা বরণ।
জাত মান কূল শেষ হবে তাঁর,
কূল ধরিতে পাবেনা পাড়।
এই ছলেতে নাই খ্যাতি সুখ,
শুধুই মরণ ভয়।
এইডা কি কয় ও মিয়া ভাই-
এইডা কি কন তয়?
হল মার্কের হেই বড় সাবের-
কিয়ের ছাতুর ভয়।
টেহা নিলো কোটি কোটি,
গাড়ি বাড়ির তলা,
দশে বিশে সাজায় হোনায়-
ম্যাডাম বউয়ের গলা।
পঙ্খি রাজের রানীর সাজে-
সারা আকাশ উড়ে,
দেশ বিদেশের অলি গলি-
আওলা চুলে ঘুরে।
এবার পাইকারি সব-
আরও টেহা দিব কইয়া,
ব্যাংক দিলো অভয়,
হেইডা কি তয়-
ও মিয়া ভাই,
হেইডা কি কন তয়?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১২/০৯/২০২৫চমৎকার একটা লেখা