www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাত দাও

ভাত দাও
আব্দুল কাদির মিয়া
===============
ভাত দাও ভাত দাও
ক্ষুধায় কাঁদছে ওরা একাকী,
মুখ দেখে চিনবেনা,
হাসিতে ওরা বলছে কথা-
মৃদু অল্প স্বরে।

পারেনা বলতে কিছু-
শরমে মরে-
হয়তো পেটে কারো বাঁধলো পাথর,
ভাত দাও ভাত দাও-
ক্ষুধায় কাঁদছে ওরা।

খোঁজতে হবে আজ জানতে হবে-
বিত্তে সে নয় ওরা,
তবে নেই সে পথে,
কিসে পরিচয়-
দেখতে হবে সেই ঠিকানা।

যেথা জ্ঞানের রচনাকারী-
আমরা মানুষ,
এসো জ্ঞান বিবেকেই খুঁজে দেখিনা-
প্রাচীর ঘেরাতেও আমি-
শুনছি যেন-
ঐ কচি ছোট মুখের কান্না।

অবুঝেরা যেন কেউ-
বলছে আমায়,
দাও কিছু খেতে-
নইলে যে আর-
সইতে পারিনা-
বড় মুখেও দেখি কত-
করুণের ছায়া।

কিছু বলতে চেয়েও কিছু বলেনা-
থেমে যায় কিছু চেয়ে থেকে,
তবে বলছে হৃদয় ওদের-
হাহাকরে ডেকে,
কি যেন এক ইশারাতে বুঝি-
কিছু মুখ দেখে,
ওরা যে ক্ষুধায় কাতর-
এক অন্তর পোড়া,
ভাত দাও ভাত দাও-
ওরা পারেনা মুখে-
কিছু বলতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৮/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast