যাত্রীর কুলী
যাত্রীর কুলী
আব্দুল কাদির মিয়া
==============
শত প্রশ্ন জাগে মনে
শত আশার পাখিরা উড়ে,
স্বপনের ডানা ভরে,
অজানা অচেনা পথে,
প্রান্তের নেই কোনো ঠিকানা।
স্মৃতির কাগজে লেখা,
ডাকে মন একা একা,
আশার সাগরে শুধু-
ঢেউ আর ঢেউ ব্রত,
যেন সবি প্রলাপের কামনা।
নিঃস্ব যারা বিশ্ব ভরা,
নিশি ও দিবস ওদের-
সবিতো কারা,
চোখ দুটি নিশুতির ঘুম।
ওরা নগ্ন গায়ে নগ্ন পায়ে,
ছাউনি ডেরায় কিবা নয়তো ছইয়ে,
কিছুটা হলেও ওদের-
একটু আপন।
জাগেরে ওরা ভোরের পাখি,
সূর্য জাগার সেই-
অনেক বাকি,
ওরাই যেন সে রেল-
ধেয়ে আসা গাড়ি।
যাত্রীর কুলী ওরা-
গামছাটা কাঁধে ধরা,
পুবের সূর্য জাগে-
ওরা ফিরে এলে বাড়ি।
দেখরে পৃথিবী তুই-
হৃদয়ের মুখে তুলে,
ওরাও মানুষ শিশু-
ছানা ভরা চোখ মেলে,
বারে বারে দেখে পথ চেয়ে।
শীতের কাঁপুনে ওরা-
পশমের সবি খাঁড়া,
শুকনো বুকের হাড়-
ভেসে আছে জোড়া জোড়া,
দেখে বাবা এলো বুঝি-
খাবারের কিছু হাতে নিয়ে।
নেই ঘরে কিছু আজ-
একটি দানা,
ওদের প্রান্তের-
নেই কোনো ঠিকানা।
আব্দুল কাদির মিয়া
==============
শত প্রশ্ন জাগে মনে
শত আশার পাখিরা উড়ে,
স্বপনের ডানা ভরে,
অজানা অচেনা পথে,
প্রান্তের নেই কোনো ঠিকানা।
স্মৃতির কাগজে লেখা,
ডাকে মন একা একা,
আশার সাগরে শুধু-
ঢেউ আর ঢেউ ব্রত,
যেন সবি প্রলাপের কামনা।
নিঃস্ব যারা বিশ্ব ভরা,
নিশি ও দিবস ওদের-
সবিতো কারা,
চোখ দুটি নিশুতির ঘুম।
ওরা নগ্ন গায়ে নগ্ন পায়ে,
ছাউনি ডেরায় কিবা নয়তো ছইয়ে,
কিছুটা হলেও ওদের-
একটু আপন।
জাগেরে ওরা ভোরের পাখি,
সূর্য জাগার সেই-
অনেক বাকি,
ওরাই যেন সে রেল-
ধেয়ে আসা গাড়ি।
যাত্রীর কুলী ওরা-
গামছাটা কাঁধে ধরা,
পুবের সূর্য জাগে-
ওরা ফিরে এলে বাড়ি।
দেখরে পৃথিবী তুই-
হৃদয়ের মুখে তুলে,
ওরাও মানুষ শিশু-
ছানা ভরা চোখ মেলে,
বারে বারে দেখে পথ চেয়ে।
শীতের কাঁপুনে ওরা-
পশমের সবি খাঁড়া,
শুকনো বুকের হাড়-
ভেসে আছে জোড়া জোড়া,
দেখে বাবা এলো বুঝি-
খাবারের কিছু হাতে নিয়ে।
নেই ঘরে কিছু আজ-
একটি দানা,
ওদের প্রান্তের-
নেই কোনো ঠিকানা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২৮/০৮/২০২৫Khub sundor vabna
-
ফয়জুল মহী ২৩/০৮/২০২৫Excellent
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৮/২০২৫সুন্দর