ফুটেছো আমার মনে
ফুটেছো আমার মনে
আব্দুল কাদির মিয়া
===============
তুমি ফুটেছো আমার মনে
এত সুন্দর,
ওগো চেয়ে থাকি আমি,
শুধু চেয়ে থাকি।
বুঝিতে পারিনি-
তুমি আকাশের তারা,
আমি দিশে হারা,
হাত বাড়িয়ে তোমায়-
হলাম সবি হারা।
তুমি ফুটেছো আমার মনে-
এত সুন্দর,
আজও কেন তুমি-
তবু চুপি বার বারে,
দাঁড়িয়ে ডাকো যে আমার-
হৃদয়ের দোরে।
ঝড়া পাতার মরমরে-
হিজলের পাড়,
মেহেদী কাজল এঁকে।
কেন তবে তুমি হলে-
ঐ শোক তারা,
পায়না যে চেয়ে ব্যাথা,
পায় বুক ভরা।
আমার চোখ পরা মেঘে-
তুমি আজও নিভনি,
তুমি শোক তারা-
হাত বাড়িয়ে তোমায়-
হলাম সবি হারা।
মন বলে যাবো-
ভুলে যদি একবার,
হৃদয়ের চোখ তব-
ডাকে শতবার।
কেন যে এতই জ্বালা-
মিথ্যে জীবন খেলা,
স্মৃতিগুলো এতো করে কাঁদে।
চোখের ইশারায় বুকে-
স্বর্গ গড়েছো তুমি,
আলো হারা আধারের নদে।
তুমি শোকতারা,
হাত বাড়িয়ে তোমায়-
হলাম সবি হারা।
আব্দুল কাদির মিয়া
===============
তুমি ফুটেছো আমার মনে
এত সুন্দর,
ওগো চেয়ে থাকি আমি,
শুধু চেয়ে থাকি।
বুঝিতে পারিনি-
তুমি আকাশের তারা,
আমি দিশে হারা,
হাত বাড়িয়ে তোমায়-
হলাম সবি হারা।
তুমি ফুটেছো আমার মনে-
এত সুন্দর,
আজও কেন তুমি-
তবু চুপি বার বারে,
দাঁড়িয়ে ডাকো যে আমার-
হৃদয়ের দোরে।
ঝড়া পাতার মরমরে-
হিজলের পাড়,
মেহেদী কাজল এঁকে।
কেন তবে তুমি হলে-
ঐ শোক তারা,
পায়না যে চেয়ে ব্যাথা,
পায় বুক ভরা।
আমার চোখ পরা মেঘে-
তুমি আজও নিভনি,
তুমি শোক তারা-
হাত বাড়িয়ে তোমায়-
হলাম সবি হারা।
মন বলে যাবো-
ভুলে যদি একবার,
হৃদয়ের চোখ তব-
ডাকে শতবার।
কেন যে এতই জ্বালা-
মিথ্যে জীবন খেলা,
স্মৃতিগুলো এতো করে কাঁদে।
চোখের ইশারায় বুকে-
স্বর্গ গড়েছো তুমি,
আলো হারা আধারের নদে।
তুমি শোকতারা,
হাত বাড়িয়ে তোমায়-
হলাম সবি হারা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ১৩/০৮/২০২৫বেশ লিখেছেন।