আশাহত কান্না
আশাহত কান্না
আব্দুল কাদির মিয়া
===============
আশাহত কান্না
ঝরেই পড়ে শুধু-
থামেনা তো মানেনা সে কোনো বাঁধ।
জোয়ারে জোয়ারে ভরা-
নেই তাঁর কোনো খরা,
তবু যেন মিটেনা-
তাঁর কোনো সাধ।
আশাহত কান্না-
ঝরেই পড়ে শুধু,
বুকে আজ এতো ব্যাথা-
স্মৃতিগুলো ধ্রুব তারা।
আঁধারে সে হাসে আরো পিদিমের-
হৃদয়ের দীপাধারে,
জ্বলে সে তো দিবানিশি-
ভাগ্যটা নিলো বেছে জীবনের।
কলি ফুটা ফুল মালি-
দেখে ফুল ঝরে গেলো,
দুহাতে সে বারে বারে মুছে চোখ।
ফুটবেনা কোনোদিন আর-
জনমও জনম পাড়ে,
দেখবেনা কোনোদিন আর-
তাঁরই মুখ।
এতো শোক ভালোবাসা-
এতো প্রেম কান্নারি,
এক নদী রক্তিম উপহার।
রাখবে কোথায় তাঁরে,
নেই ঘর অন্তরে,
খুঁজে খুঁজে ভুল সবি প্রতিকার।
আশাহত কান্না-
ঝরেই পড়ে শুধু।
আব্দুল কাদির মিয়া
===============
আশাহত কান্না
ঝরেই পড়ে শুধু-
থামেনা তো মানেনা সে কোনো বাঁধ।
জোয়ারে জোয়ারে ভরা-
নেই তাঁর কোনো খরা,
তবু যেন মিটেনা-
তাঁর কোনো সাধ।
আশাহত কান্না-
ঝরেই পড়ে শুধু,
বুকে আজ এতো ব্যাথা-
স্মৃতিগুলো ধ্রুব তারা।
আঁধারে সে হাসে আরো পিদিমের-
হৃদয়ের দীপাধারে,
জ্বলে সে তো দিবানিশি-
ভাগ্যটা নিলো বেছে জীবনের।
কলি ফুটা ফুল মালি-
দেখে ফুল ঝরে গেলো,
দুহাতে সে বারে বারে মুছে চোখ।
ফুটবেনা কোনোদিন আর-
জনমও জনম পাড়ে,
দেখবেনা কোনোদিন আর-
তাঁরই মুখ।
এতো শোক ভালোবাসা-
এতো প্রেম কান্নারি,
এক নদী রক্তিম উপহার।
রাখবে কোথায় তাঁরে,
নেই ঘর অন্তরে,
খুঁজে খুঁজে ভুল সবি প্রতিকার।
আশাহত কান্না-
ঝরেই পড়ে শুধু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০৯/০৮/২০২৫ভালো ভাবনা
-
নাদেরা ফারনাছ শিমূল ০৫/০৮/২০২৫আবেগ প্লাবিত কাব্য, ভালো লেগেছে।
-
আমি-তারেক ০৩/০৮/২০২৫বাহ সুন্দর লেখনি
-
ফয়জুল মহী ০৩/০৮/২০২৫খুবই সুন্দর লিখেছেন।