যারে পাখি
যারে পাখি
আব্দুল কাদির মিয়া
===============
যারে পাখি পাখা মেলে
কত আর থাকবি তুই,
ভুলে পড়া নিয়তির ঠিকানায়।
জীবনের কত আশা-
ফুলে ফুলে আছে ফুটে,
হৃদয়ের শত চাওয়া-
বয়ে গেছে এঁকেবেঁকে,
স্মৃতি হয়ে গেলো সবি-
চোখের পলক পড়া,
আকাশেতে উড়ে যাওয়া আঙ্গিনায়,
চলে গেলি নিয়তির ঠিকানায়-
যারে পাখি পাখা মেলে।
হেসে গেলি সোনা মুখে-
প্রভাতের উঁকি দেয়া,
ঝরে পড়া লালিমার লাখ নূর।
সুরুজের সবি কেড়ে-
নিয়ে গেলি এ বুক ছিঁড়ে,
আঁধারেতে রেখে এক নিশিপুর,
সাগরের ঢেউগুলো-
এক ঝড় কান্নারি,
শুধু আয়নাতে দেখি তোর প্রতিমা।
গেলি তুই আসি বলে-
বসে আছি পথ চেয়ে,
চলে গেলি-
নিয়তির ঠিকানায়।
যারে পাখি পাখা মেলে,
কত আর থাকবি তুই,
ভুলে পড়া নিয়তির ঠিকানায়।
জীবনের কত আশা-
ফুলে ফুলে আছে ফুটে,
হৃদয়ের শত চাওয়া-
বয়ে গেছে এঁকেবেঁকে,
স্মৃতি হয়ে গেলো সবি,
চোখের পলক পড়া-
আকাশেতে উড়ে যাওয়া আঙ্গিনায়।
যারে পাখি পাখা মেলে।
আব্দুল কাদির মিয়া
===============
যারে পাখি পাখা মেলে
কত আর থাকবি তুই,
ভুলে পড়া নিয়তির ঠিকানায়।
জীবনের কত আশা-
ফুলে ফুলে আছে ফুটে,
হৃদয়ের শত চাওয়া-
বয়ে গেছে এঁকেবেঁকে,
স্মৃতি হয়ে গেলো সবি-
চোখের পলক পড়া,
আকাশেতে উড়ে যাওয়া আঙ্গিনায়,
চলে গেলি নিয়তির ঠিকানায়-
যারে পাখি পাখা মেলে।
হেসে গেলি সোনা মুখে-
প্রভাতের উঁকি দেয়া,
ঝরে পড়া লালিমার লাখ নূর।
সুরুজের সবি কেড়ে-
নিয়ে গেলি এ বুক ছিঁড়ে,
আঁধারেতে রেখে এক নিশিপুর,
সাগরের ঢেউগুলো-
এক ঝড় কান্নারি,
শুধু আয়নাতে দেখি তোর প্রতিমা।
গেলি তুই আসি বলে-
বসে আছি পথ চেয়ে,
চলে গেলি-
নিয়তির ঠিকানায়।
যারে পাখি পাখা মেলে,
কত আর থাকবি তুই,
ভুলে পড়া নিয়তির ঠিকানায়।
জীবনের কত আশা-
ফুলে ফুলে আছে ফুটে,
হৃদয়ের শত চাওয়া-
বয়ে গেছে এঁকেবেঁকে,
স্মৃতি হয়ে গেলো সবি,
চোখের পলক পড়া-
আকাশেতে উড়ে যাওয়া আঙ্গিনায়।
যারে পাখি পাখা মেলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তালাল উদ্দিন ২৮/০৭/২০২৫সুন্দর উপস্থাপনা।
-
আমি-তারেক ২৭/০৭/২০২৫সুন্দর ভাব্না, সুন্দর উপস্থাপন
-
জে এস এম অনিক ২৭/০৭/২০২৫অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৭/২০২৫ভাল
-
ফয়জুল মহী ২৬/০৭/২০২৫চমৎকার লিখেছেন