www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নর কি পতঙ্গ

নর কি পতঙ্গ?
আব্দুল কাদির মিয়া
================
মানুষ মানুষে মারে
পাথরের করাঘাতে,
পায়ের তলাতে পিষে-
দেখে কেউ কিছুই তাঁর বলেনা।

কত আর ফেলবি রে চোখ-
এতো জল,
একটা টিউশন ভাতের ক্ষুধায় সেতো-
মেগে মেগে-
ভাগ্যে তো মিলেনা।

নিঠুর পৃথিবী আমায় বলনা রে তুই,
সে কি সবি ভাগ্যের পরিহাস।
তবে সুতোর ডুরিতে বেঁধে-
প্যান্টের বেল খানি,
তাঁরে কেন দিলি তুই-
এত বড় পাশ।

জীবনের দিনগুলো-
শুধুই সাগর বুকে,
আজি উত্তাল ঢেউয়ে-
কেন এত ভয়।

হয়তো মরণ হবে-
হয়তো তলিয়ে যাবে,
এই মাটির বুকেতে এমন-
কেন হয়।

বলনা পৃথিবী আমায়-
জনমের সাধটুকু,
উড়ে পাখি ডানা ভরে-
শুধু ঝড় দ্বীপচরে কত আর।

জীবনের নেই আশা-
নেই সে পথের দিশা,
আধারে আধারে নিশা,
ভোর হলে চোখে-
শুধু বালুচর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৭/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast