www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাল্য বিবাহ

লজ্জাবতীর লজ্জা নিয়ে
চাঁদ থেকে জোসনা মেখে
কাজল ঘেরা পল্রীগাঁয়ে
জন্ম হল যার,
মা বাপে নাম রেখেছে
ফালানী তার।
দাঁতগুলো সব ইদুঁর ছানার
চুলগুলো সব বিজয় নিশান
হাঁসি মুক্তোর হার।
নাকটি তাহার কুড়িয়ে পাওয়া
ঠোট করেছে ধার।
দুঃখের দিনে কাঁদতো সে
হাসতো সুখের দিনে,
সব কিছু তার হারিয়ে গেছে
বিয়ের দাঁড়ি টেনে।
কান কথা সে শুনে না
গোপন পেটে রাখে না
ভাল মন্দের মাপ কাঠিটা
ভেঙ্গে গেছে তার,
বাড়ির লোকে দোষ করে
তার উপর হয় পার।
হাসবে বলে সুখের বিয়ে
অকালেই পায় তারে,
সুখের স্বর্গ হারিয়ে গেছে
স্বামীর অত্যাচারে।
দশটি বছর কেটে গেছে
বিয়ে হয়েছে তার,
মা ডাকে কুলভরেনি
একটু দয়া হয়নি বিধাতার।
নামের গুনটাই মুচকি হেসে
দিল তাকে দেখা,
সোনার শরীর দেহতো নয়
শত রোগে মাখা।
জীবন নামের সামাজিকতা
গ্রাস করেছে তারে,
ভাবছি আমি এর জন্য দোষবো কাকে
মানুষ নাকি মানবতাকে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • sundar
  • বিকাশ দাস ১২/১০/২০১৫
    বাল্য বিবাহ ভালো হয়েছে। লিখতে থাকো।
  • পরশ ১১/১০/২০১৫
    রাইট
  • Nipad jak sob bad,
    Joy houk manobotabad,
  • ভাব কবিতার তবে, কবিতাকে তার রূপ দিতে চাইলে আরও পরিশ্রম প্রয়োজন।
  • এইচ আই হাবীব ১০/১০/২০১৫
    লিখাটি বেশ চমত্‍কার ! তবে বানান সতর্কতা প্রয়োজন ।
  • ঋজু কবি ১০/১০/২০১৫
    অসাধারন ভাবনা । অন্যন্য লেখনী ...।
  • ইফতেখারুল বাঁধন ১০/১০/২০১৫
    বেশ লিখেছেন ভাই
 
Quantcast