www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাস্তবতা

বটগাছ বালুচর নদীঘাট, মিলে বাঁশবনে
কিং কিং ডায়াল ঘুরায় বিনা টেলিফোনে।
হ্যালো বলতেই রেগে উঠে প্রশ্ন করে আমায়
আমাদের মায়া ভূলে কেমন আছ ঢাকায়?
সন্ধা হলেই বিজলী বাতি তারার মত জ্বলে
কত মানুষ কত গাড়ি  যেমন খুশি চলে।
চোখ ধাঁধানো গাড়ি বাড়ি রঙ্গীন গল্প গানে,
দুঃখের কথা মনেই হয় না সুখটাই যাচ্ছে বয়ে।
সব মিলিয়ে ভাল আছি তোমরা কেমন সাথী!
কতই না  দুর্দিন গেছে কেদে কেদে কেটেছ তোর রাত
আমরাই সেদিন পাশে ছিলাম নিরব ভাষায় কেদে কেদে
বুক ভেসেছে কত না প্রভাত।
শহরই তোর আপন হল আমরা হলাম পর
এমন ধারা মানুষ জাতির সত্যি মীর জাফর!
তোমরা শুধু কাদঁতে জান পার না দুঃখটাকে ফেরাতে,
মানব জীবন ভরিয়ে দিতে শহরই জানে।
তোমাদের রূপে চোখ জুড়ায় মিটে নাতো ক্ষুধা
বেচে থাকা ভালবাসা দুটোকে বাচিয়ে রাখতে শহরে আসা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ঋজু কবি ১০/১০/২০১৫
    বেশ অন্যন্য ভাবনা আপনার । খুব ভালো লাগল ।
  • কবিতার বিষয়টি চিত্তাকর্ষক। ভালো শুরু হয়েছিল। প্রথম ছ লাইনে মিল রাখলেন , তারপর রাখলেন না ! মাত্রাও গেল বদলে। বানান দেখে নিন ভাই। ডায়াল, হ্যালো , তারার , কেঁদে , কাঁদতে ,ক্ষুধা ইত্যাদি
 
Quantcast