www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমরা

করিমের ছেলে গিয়েছিল জেলে,
ছাড়া সে পেয়েছিল উপাড়ের বেলে।
অপরাধ তার বামুন হয়ে
ধরতে চেয়েছির চাঁদ্।
রোজিনার বাবা বড় তার থাবা।
টাকার গন্ধ পেলে,ছাই দিয়ে গিলে।
গরীব যত যারা তার নাম শুনে
কেপে উঠে পিলে।
তারই মেয়ের সাথে মনে মন গাথে,
মানিতে হইবে বড় সাহস তার ধরাতে।
কানে কানে কানাকানি হইলো জানাজানি।
করিমকে পাইলো আপদে ছলিম পড়িল বিপদে।
রোজিনার বাবা খেলে দিল দাবা
বাকিটুকু সেরে দিল থানার দারোগা।
ছলিম আটক হল অবৈধ অস্ত্র রাখার দায়ে,
গরিবের কথা শুনিল না কেউ
ছি ছি পড়িল সারা গাঁয়ে।
একদিন থানা হইতে আসিল ছলিমের লাশ,
আছোলা বাঁশ ডুকিলো
তবুও আমাদের হইলো না লাজ!
মুখে নিরব,মনে মনে করিম বলিল যাহা
আহা-মানুষ রূপে তুমি দেখাইলে
অমানুষে করে যাহা।
এমনি করিয়াই আমরা গরিব চিরকাল মার খাব,
যত দিন না আমি তুমি সে মিলে আমরা হব।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভিষেক মিত্র ০৭/০৭/২০১৫
    ভালো।
  • কৃশানু মাইতি ০৫/০৭/২০১৫
    তবে সকলের তো সব সময় একই রকম যায় না, একটা জায়গায় ওরা এক হয়ে আমরা হতে বাধ্য, সেটা হল মৃত্যু। যেখানে কোনোপ্রকার ভেদাভেদ নেই।
  • ক্ষমতার অব্যবহার আর কমবে না , বরং বাড়বে । সুন্দর ।।
  • জহরলাল মজুমদার ০৩/০৭/২০১৫
    বেশ বেশ
 
Quantcast